মতিহার বার্তা ডেস্ক : বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ফোরামের নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক শোক র্যালী করে। পরে র্যালী শেষে নেতৃবৃন্দ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর গণপুর্তঃ বিভাগের রেস্ট হাউজ চত্ত্বরে ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম পাইলটের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহম্মেদ আবু জাফর।
বক্তব্য রাখেন, কার্যকরী সভাপতি আবুল হোসেন তালুকদার, কেন্দ্রীয় সহ-সভাপতি আকরাম হোসেন, মোফাজ্জেল হোসেন, সহ-সম্পাদক মোঃ আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক এস,এম, রেজাউল করিম, কামাল হোসেন, আরমান খান জয়, ঢাকার অহেদুজ্জামান মোল্লা, ইমন দাশ, পাপিয়া আক্তার, আবু বকর তালুকদার, কবির নেওয়াজ, জেসমিন নাহার, চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির এ্যাডঃ দেলোয়ার হোসেন, ফেনীর কাজী সালাউদ্দীন নোমান, কুড়িগ্রামের আলমগীর, রংপুর পীরগাছার ইমদাদুল হক, আজাদুল ইসলাম আজাদ, ঝালকাটির আতিকুর রহমান, সত্যবাদ সেন গুপ্ত, বাগেরহাটের কামরুজ্জামান, খুলনার পাইকগাছার এস,এম, আলাউদ্দিন সোহাগ ও কৃষ্ণ রায়।
অনুষ্ঠানে সাংবাদিকনেতারা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা দাবী দ্রুত বাস্তবায়নের দাবী জানান।
মতিহার বার্তা ডট কম ৩১ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.