মতিহার বার্তা ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ মো. কামাল নামে একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। রোববার দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়।
কামাল গাজীপুর জেলার কাপাসিয়া থানার কপালেশ্বর (সিংহশ্রী) গ্রামের চান মিয়ার ছেলে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কামালকে অনুসরণ করেন বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। পরে তাকে হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে কামাল তার পাকস্থলিতে ইয়াবা থাকার কথা স্বীকার করে। এরপর তার পাকস্থলি থেকে ৪৬৬ ইয়াবা উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে কামাল জানান, কাপাসিয়ার আবুল হোসেন মাস্টার তাকে ভাড়া করে কক্সবাজারে নিয়ে যায়। হ্নীলা থেকে সে ইয়াবা সংগ্রহ করে।
মতিহার বার্তা ডট কম ০২ মেপ্টেম্বর ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.