নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) দুই বছর ইন্টার্নশীপ প্রস্তাবনার স্থায়ী বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ, র্যালী ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
এ সময় শিক্ষার্থীরা প্রস্তাবনা বাতিল সংক্রান্ত নানা প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে প্রতিবাদ র্যালী করে। র্যালীটি রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটক হতে ঘোষপাড়া লক্ষীপুরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে আবার রাজশাহী মেডিকেল কলেজের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন মেডিকেল কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান, ইমরান, ফারুক, জয়, চার্লি ও তাজওয়ারসহ আরো অনেকে। সমাবেশে সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে ইন্টার্নশীপ করতে গেলে তাদের নিরাপত্তা দেওয়া হয় না। এছাড়াও তাদের পুরোপুরি ডাক্তার হয়ে বের হতে আরো এক বছর সময় বেশী লাগবে। এটা কোনভাবেই মেনে নেওয়া যাবে না। যতদিন সরকার এই প্রস্তাবিত আদেশ বাতিল না করবে, ততদিন পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানা শিক্ষার্থীরা।
মতিহার বার্তা ডট কম – ০২ সেপ্টেম্বর ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.