দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি গ্রামে আবু জাফর (১৯) নামের এক বখাটের ১মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে তাকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
আবু জাফর রাজশাহীর পবা উপজেলার দাঁতপুর গ্রামের আবু বাক্কারের পুত্র।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা জানান, আবু জাফর গতকাল রোববার বিকেলে দুর্গাপুর উপজেলার দাওকান্দি এলাকার এক স্কুলছাত্রীকে পথরোধ করে উত্ত্যক্ত করছিলো। এ সময় ওই স্কুলছাত্রী চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে ওই বখাটে যুবক আটক করে থানায় খবর দেয়। পরে থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আটকের পর সোমবার আবু জাফরকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বলেও জানান ওসি।
মতিহার বার্তা ডট কম – ০২ সেপ্টেম্বর ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.