শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
শিক্ষকদের পরামর্শে লাইনে দাঁড়িয়ে স্টাইলিশ চুল কেটে ফেলল ছাত্ররা

শিক্ষকদের পরামর্শে লাইনে দাঁড়িয়ে স্টাইলিশ চুল কেটে ফেলল ছাত্ররা

মতিহার বার্তা ডেস্ক: হলিউড, বলিউড ও টালিউডের মডেলদের অনুকরণে স্কুল থেকে কলেজ পর্যায়ের ছাত্ররা বিভিন্ন স্টাইলে চুল কাটাচ্ছে। এসব চুল কাটিংয়ের বিভিন্ন নামও রয়েছে। বিভিন্ন স্থানে ছাত্রদের স্টাইলিশ চুল শিক্ষকদের কেটে দেয়ার খবরও পাওয়া গেছে।

তবে লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষকদের পরামর্শে অর্ধশতাধিক ছাত্র তাদের স্টাইলিশ চুল কাটিয়ে স্বাভাবিক করেছে। বুধবার দুপুরে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে লাইনে দাঁড়িয়ে নরসুন্দরের (নাপিত) কাছে বিভিন্ন ক্লাসের ছাত্ররা তাদের চুল কাটিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র জানায়, বিভিন্ন মডেল দেখে তারা চুল কাটিয়েছিল। এতে তাদের খারাপ দেখা যায় বলে শিক্ষকরা জানিয়েছেন। সমাজের অন্য মানুষরাও তাদের চুলের স্টাইল দেখে হাসাহাসি করতো। এতে তাদের পরিবার ও বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এজন্য তারা স্টাইলিশ চুল কেটে ফেলছে। এ ব্যাপারে কেউ তাদের জোর করেনি।

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক গোলাম মাওলা বলেন, শ্রেণিকক্ষে গেলে ছাত্রদের চুল কাটার স্টাইল দেখে খারাপ লাগতো। রঙে-ঢঙে চুল না কাটতে আমরা তাদের বুঝিয়েছি। তারা আমাদের কথা শুনেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন বলেন, স্টাইলিশ চুল কাটানো ঠিক না। এতে ছাত্রদের চেহারার সৌন্দর্য ঢেকে পড়ে। এসব বিষয়ে শিক্ষকরা শ্রেণিকক্ষে বোঝাতে সক্ষম হয়েছেন। এনিয়ে কোনো ছাত্রের ওপর জোর করা হয়নি। তারা শিক্ষকদের কথায় অনুপ্রাণিত হয়ে স্বাভাবিকভাবে মাথার চুল রাখায় আমরা খুব খুশি।

রামগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদ বলেন, চুল কাটার মাধ্যমে ছাত্রদের চেহারার সৌন্দর্য ফুটে ওঠে। স্টাইল করে চুল কাটতে গিয়ে তাদের চেহারার সৌন্দর্যও ঢাকা পড়ে। আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এ ব্যাপারে শ্রেণিকক্ষে ছাত্রদের পরামর্শ দিয়েছেন। এতে ছাত্রদের বোধদয় হয়েছে।

 মতিহার বার্তা ডট কম – ০৪ সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply