শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
ফেসবুক থেকে ৪১৯ মিলিয়ন গ্রাহকের ফোননম্বর লিক

ফেসবুক থেকে ৪১৯ মিলিয়ন গ্রাহকের ফোননম্বর লিক

আন্তর্জাতিক ডেস্ক : ফের বিশ্বাসভঙ্গ ফেসবুক গ্রাহকদের৷ জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ৪১৯ মিলিয়নেরও বেশি গ্রাহকের ফোননম্বর অনলাইনে লিক হয়ে গিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টেকক্রাঞ্চ নামে একটি ওয়েবসাইট৷

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী ফেসবুকের সঙ্গে যুক্ত ৪১৯মিলিয়ন গ্রাহকের ফোন নম্বর ওপেন অনলাইন ডেটাবেসে পাওয়া যাচ্ছে, যা বেশ উদ্বেগের৷ এর মধ্যে ১৩৩ মিলিয়ন ইউজার মার্কিন যুক্তরাষ্ট্রের, ১৮ মিলিয়ন গ্রাহক ব্রিটেনের ও ৫০ মিলিয়নেরও বেশি গ্রাহক ভিয়েতনামের৷

এই ফোন নম্বর লিক হয়ে যাওয়ার ফলে ওই সব গ্রাহকদের ফেসবুক আইডির বেশ কিছু তথ্য লিক হয়ে যাওয়ার আশংকা থাকছে৷ এছাড়াও বিশেষজ্ঞদের মতে যে সব ফোন নম্বর লিক হয়েছে, সেখানে স্প্যাম কল বা সিম জ্যাকিংয়ের আশংকা থাকছে৷ প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানাচ্ছে, দিন কয়েক আগেই এক সাইবার বিশেষজ্ঞ এই নম্বর ফাঁসের বিষয়টি প্রকাশ্যে আনেন৷ তারপরেই হইচই শুরু হয়৷

জিডিআই ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার সিকিওরিটি রিসার্চার সন্নাম জৈন ডেটাবেসে এই ফোননম্বরগুলি লিক হওয়ার তথ্য পান৷ তিনি জানান, ওই ডেটাবেসে কোনও পাসওয়ার্ড দেওয়া নেই৷

তবে ফেসবুকের পক্ষ থেকে এক মুখপাত্র জানান, যে সংখ্যা দেখানো হচ্ছে, সেই সংখ্যক গ্রাহকের ফোননম্বর লিক হয়নি৷ কারণ একই নম্বর বেশ কয়েকবার রয়েছে৷ ফেসবুকের মতে মোট ২০ কোটি ফেসবুক ইউজারদের তথ্য লিক হয়েছে৷ যদিও সেই সব ডেটা বেশ পুরোনো৷ তাই খুব বেশি চিন্তার কিছু নেই৷ ফেসবুক আরও জানাচ্ছে গত বছরই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ কিছু পরিবর্তন আনা হয়৷ তারপরেই এই ফোন নম্বর ফাঁসের ঘটনা ঘটে৷

উল্লেখ্য এখন ফেসবুক থেকে কারোর ফোন নম্বর খুঁজলেও পাওয়া যায় না৷ ইউজারদের নিরাপত্তার স্বার্থে এই ফিচারে পরিবর্তন এনেছে ফেসবুক৷ তাই এখন আর সিম হ্যাকিং বা স্প্যাম কলের ভয় নেই বলেই আশ্বস্ত করছে ফেসবুক কর্তৃপক্ষ৷ তবে ফেসবুকের কোনও অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটেনি৷

ফেসবুক জানাচ্ছে, ২০১৮ সালের মার্চ মাসের কেমব্রিজ অ্যানালেটিকা কেলেঙ্কারির মত ঘটনা ঘটে, তারপর থেকেই ওই ফিচারে পরিবর্তন আনা হয়৷ ফলে গ্রাহকদের অ্যাকাউন্ট পুরোপুরি সুরক্ষিত রয়েছে৷ যদিও পুরোনো ডেটাবেস থেকে কারা এই নম্বর হ্যাক করে অনলাইনে লিক করল, তা জানার চেষ্টা চালাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ৷

মতিহার বার্তা ডট কম  ০৬ মেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply