তানোরে বখাটে অরুণ ভৌমিকের ভয়ে সপ্তম শ্রেণি ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে

তানোরে বখাটে অরুণ ভৌমিকের ভয়ে সপ্তম শ্রেণি ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে

তানোরে বখাটে অরুণ ভৌমিকের ভয়ে সপ্তম শ্রেণি ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে
তানোরে বখাটে অরুণ ভৌমিকের ভয়ে সপ্তম শ্রেণি ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বখাটে অরুণ ভৌমিকের ভয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী (১৩) স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল্যর সৃষ্টিসহ সমালোচনার ঝড় উঠেছে। তানোর উপজেরার কামারগাঁ ইউপির বাতাসপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তানোরের কামারগাঁ ইউনিয়নের বাতাসপুর গ্রামের রাজনৈতিক পরিচয়ের প্রভাবশালী গয়ানাথ ভৌমিকের পুত্র অরুণ ভৌমিক দীর্ঘদিন ধরে প্রতিবেশী জনৈক ব্যক্তির মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছে। স্কুলে যাতায়াতের পথে নানাভাবে উত্ত্যক্ত করে আসছে।

সম্প্রতি ওই ছাত্রীর মা-বাবা বাড়িতে না থাকাতে অরুণ তাদের বাড়ি গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ওই ছাত্রীটি চিৎকার দিলে অরুণ বিষয়টি কাউকে না জানানোর জন্য শাসায় ও ভয়ভীতি দেখায়। এরপর থেকে অজানা আতঙ্ক নিয়ে মেধাবী ওই স্কুলছাত্রী স্কুলে যাতায়াত বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে ওই ছাত্রীর বাবা বলেন, অনেক আগেই অরুণের বিরুদ্ধে তানোর থানায় অভিযোগ দেওয়া হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি। অরুণের ভয়ে আমার মেয়ে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি তবে এ বিষয়ে অরুণ ভৌমিক সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক পাড়িশো উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, অরুণ ভৌমিকের ভয়ে আমাদের স্কুলের ওই ছাত্রী স্কুলে আসে না। আমরা বখাটে অরুণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। অরুণের পিতা গয়ানাথ ভৌমিক প্রভাবশালী। তাই ওই ছাত্রীর পিতা তাদের সঙ্গে পেরে উঠতে পারছে না।

পারিশো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল মাস্টার বলেন, অরুণের সঙ্গে ওই ছাত্রীর পিতার ভালো সম্পর্ক ছিল। কিন্তু অরুণ ওই ছাত্রীকে বিভিন্ন সময়ে খারাপ কথাবার্তা বলায় বিষয়টি জানানি হয়ে যায়। আমি পরে শুনেছি অরুণের ভয়ে আমাদের স্কুলের ওই ছাত্রী চার দিন যাবত স্কুলে আসছে না।

তানোর থানা অফিসার ইনর্চাজ (ওসি) খাইরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।

মতিহার বার্তা ডট কম – ০৩ নভেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply