জাতীয় নেতার সমাধিতে বিনম্র শ্রদ্ধা রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের

জাতীয় নেতার সমাধিতে বিনম্র শ্রদ্ধা রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের

জাতীয় নেতার সমাধিতে বিনম্র শ্রদ্ধা রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের
জাতীয় নেতার সমাধিতে বিনম্র শ্রদ্ধা রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে জেল হত্যা দিবসে শহীদ চার নেতার অন্যতম নেতা এএইচএম কামারুজ্জামান হেনার কবরে শ্রদ্ধা নিবেদন করতে রোববার প্রথম প্রহর থেকেই পাড়ি জমান আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

রাত ১২ টা এক মিনিটে নগরীর কাদিরগঞ্জ এলাকার শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে আসেন রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রাজশাহী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে দলের অন্যান্য নেতৃবৃন্দ শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পার্ঘ বিতরণ করেন। এরপর একে একে জেলা যুবলীগ, জেলা মহিলা লীগের নেতৃবৃন্দরা।

রোববার ভোর থেকেই শুরু হয় রাজশাহী বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ। সকালে শ্রদ্ধা নিবেদন করতে আসেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার, জেলা প্রশাসক হামিদুল হক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ন কবির বিপিএম,পিপিএম, রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান মোকবুল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাজশাহী সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দ।

এরপর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও শহীদ কামারুজ্জামান হেনার পুত্র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পার্ঘ বিতরণ করেন নগর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। এ সময় শহীদ কামারুজ্জামান হেনা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে নগরীর কুমারপাড়া সংলগ্ন স্বাধীনতা চত্ত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য বিতরণ করেন নেতারা। এরপর আওয়ামীলগ যুবলীগ, শ্রমীকলীগ, ছাত্রলীগ, তাঁতিলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা শোক র‌্যালী বের করেন। র‌্যালীটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কবর জিয়ারত শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও রাজশাহীর বিভিন্ন ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, থানা ও ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

মতিহার বার্তা ডট কম – ০৩ নভেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply