শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
বদলে যাচ্ছে ওয়ার্ডসমূহের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা, পরিদর্শনে রাসিক মেয়র লিটন

বদলে যাচ্ছে ওয়ার্ডসমূহের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা, পরিদর্শনে রাসিক মেয়র লিটন

বদলে যাচ্ছে ওয়ার্ডসমূহের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা, পরিদর্শনে রাসিক মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি ওয়ার্ডসমূহের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। ৩০টি ওয়ার্ডের অলি-গলির রাস্তাঘাট পাকা হচ্ছে, প্রয়োজনীয় বিভিন্ন ড্রেন নির্মাণ করছে রাজশাহী কর্পোরেশন। ওয়ার্ডের অলি-গলির রাস্তা ও ড্রেন নির্মাণ করায় সরাসরি উপকৃত হচ্ছেন ওয়ার্ডবাসী। ওয়ার্ডের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ নিয়মিত তদারকি করছেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে নগরীর ৪, ৬ ও ৭ নং ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন মেয়র। পরিদর্শনকালে কাজের অগ্রগতি, গুনগত মানসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন মেয়র। এ সময় স্থানীয় ওয়ার্ডের বাসিন্দারা উন্নয়ন কাজের জন্য মেয়রকে ধন্যবাদ জানান।

শনিবার দুপুরে প্রথমে ৪নং ওয়ার্ডের বুলুনপুর এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র ঘুরে ঘুরে ড্রেন ও রাস্তার নির্মাণ কাজ দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. রুহুল আমিন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফিরোজ কবির মুক্তা, সাধারণ সম্পাদক হিমাদ্রী প্রসাদ রায় (লিটন), ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৪ নং ওয়ার্ডে ২ কিলোমিটার ৪০০ মিটার রাস্তা ও সমপরিমান ড্রেন এবং ৪০০ মিটার গার্ড ওয়াল নির্মাণ কাজ চলমান রয়েছে।

এরপর নগরীর ৭নং ওয়ার্ডে বিভিন্ন অলি-গলির রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৭নং ওয়ার্ডে ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২ হাজার মিটার রাস্তা ও ১২৫০ মিটার ড্রেন নির্মিত হচ্ছে।

এরপর নগরীর ৬নং ওয়ার্ডের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে যান মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুজ্জামানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৬নং ওয়ার্ডে এক হাজার ৫০ মিটার রাস্তা ও ১ হাজার ৫০ মিটার ড্রেন নির্মাণ কাজ চলছে। এছাড়া অন্যান্য ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে।

মতিহার বার্তা ডট কম – ২৯ আগস্ট, ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply