শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
রাজশাহীর গোদাগাড়ীতে প্রতিপক্ষের হামলায় আদিবাসী কৃষক আহত

রাজশাহীর গোদাগাড়ীতে প্রতিপক্ষের হামলায় আদিবাসী কৃষক আহত

রাজশাহীর গোদাগাড়ীতে প্রতিপক্ষের হামলায় আদিবাসী কৃষক আহত

মতিহার বার্তা ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে প্রতিপক্ষের হামলায় এক আদিবাসী কৃষক নির্মল রায় (৪০) গুরুতর আহত হয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শিয়ালা গ্রামের মৃত দিনেশ রায়ের ছেলে নির্মল রায়।

গত বুধবার শিয়ালা গ্রামে নির্মল রায় ও তার মামা সুনিল হাসদার (৩৬) ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার গোদাগাড়ী থানায় একটি মামলা করেছেন সুনিল।

মামলার আসামিরা হলো:  শিয়ালা গ্রামের গাইরুল ইসলামের ছেলে আল-আমিন (৩০) ও মো. মিকাইল (২৫); আবুল কালামের ছেলে মো. হিমেল (২৫), মৃত জসিম উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৫০), আইয়ুব আলীর ছেলে মো. জাগু (৪৫), বসন্তপুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে কালাম (৬৫), অলিদ (৪৫), ডাবলু (৩০), হেলাল (২৮) এবং ভেজালী (২৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিদের সঙ্গে সুনিল হাসদার প্রায় সাত বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছে। জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলাও চলছে। এরই মধ্যে বুধবার শিয়াল মোড়ে সুনিল হাসদা ও নির্মল রায়কে পেয়ে আসামিরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

তারা লোহার রড, হাঁসুয়া, পাসলি এবং বাঁশের লাঠি নিয়ে আক্রমণ করেন। এ হামলায় নির্মলের দুই পা এবং একটি হাত ভেঙে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। হামলাকারীরা চলে যাওয়ার পর নির্মলকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করেন।

সুনিল জানিয়েছেন, তার ভাগ্নের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, নির্মল রায়ের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে।

মতিহার বার্তা ডট কম: ০৫ সেপ্টেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply