শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
আইপিএলে জুয়া খেলে পুলিশি হয়রানির নাটক

আইপিএলে জুয়া খেলে পুলিশি হয়রানির নাটক

আইপিএলে জুয়া খেলে পুলিশি হয়রানির নাটক

অনলাইন ডেস্ক: ব্যবসায়ী আইনুদ্দীনের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা দাদন নিয়েছিলেন খুচরা মাছ ব্যবসায়ী বাবলা। কিন্তু মাছ বিক্রির টাকা মহাজনকে না দিয়ে আইপিএলের জুয়ায় খুইয়ে বসেছেন।

একদিকে মহাজনের তাগাদা অন্যদিকে ঘরে গর্ভবতী স্ত্রী। রাতভর শহরের এখান-ওখান ঘুরে, উপায়ন্তর না দেখে আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি। কিন্তু হঠাৎ তার মনে হলো একটি ছিনতাই নাটক সাজালে কেমন হয়?

কথায় আছে ‘পড়বিতো পড়, মালির ঘাড়ে’। নাটক সে সাজালো ঠিকই, তবে খোদ পুলিশের বিরুদ্ধে। টাকা হাতিয়ে নেওয়ার ‘মিথ্যা’ অভিযোগ নিয়ে থানায় গিয়ে এখন নিজেই গারদে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জাগো নিউজকে বলেন, ‘বাবলা ফিরিঙ্গি বাজারের আড়ৎ থেকে মাছ কিনে লালখান বাজারে বিক্রি করেন।

শনিবার সকালে মাছের আড়ৎদার সমবায় সমিতির সভাপতি আমিনুল হক বাবুল সরকার তাকে নিয়ে সিএমপি কমিশনারের কাছে গিয়ে অভিযোগ করেন। শুক্রবার রাতে লালখান বাজারের বাসা থেকে সিএনজি অটোরিকশাযোগে মাছ কিনতে যাওয়ার সময় নগরীর ডিসি হিলের সামনে একদল পুলিশ তার গতিরোধ করে।

তাকে অটোরিকশা থেকে নামিয়ে নীল রঙের একটি পুলিশের গাড়িতে তুলে নেয় পাঁচ পুলিশ সদস্য। তার কাছে থাকা ১ লাখ ১৩ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে নেয় তারা। তার হাতে কিছু ইয়াবা ও অন্য হাতে টাকা দিয়ে ছবি তোলে। পরে দুই ঘণ্টা বিভিন্ন সড়কে ঘুরিয়ে তাকে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের সামনে নামিয়ে দেয়।

তিনি বলেন, ‘পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগে আমরা নড়েচড়ে বসলাম, থানার টহল টিম, ফোর্সসহ পুলিশের সব সদস্যকে জিজ্ঞাসাবাদ করি। ডিসি হিল এবং মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের সামনে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। কিন্তু না, এমন ঘটনার কোনো সত্যতা পাওয়া গেল না। এবার আমরা বাবলাকে জিজ্ঞাসাবাদ শুরু করলাম। একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, দেনার দায় থেকে বাঁচতেই সে এই নাটক সাজিয়েছে!’

অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ জাগো নিউজকে বলেন, ‘মূলত লোভে পড়ে প্রচুর মাছ দাদন নিয়ে ফেলেছিল বাবলা। কিন্তু বিক্রি করে সে টাকা আয় করতে পারছিল না। আবার আইপিএলের জুয়ায়ও কিছু টাকা হারিয়ে বসেছে; ঘরে গর্ভবতী স্ত্রী। সব মিলিয়ে এ অবস্থা থেকে সরার পথ খুঁজছিল সে। কী করবে বুঝতে না পেরে আত্মহত্যার কথাও ভেবেছিল। কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেই ফেঁসে গেছে।’

তার অভিযোগ ও ঘটনার বিবরণ ছিল নিঁখুত- এমন মন্তব্য করে এডিসি পলাশ বলেন, ‘তার অভিযোগ ছিল, অটোরিকশা থেকে নামিয়ে ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি দিয়ে পুলিশের গাড়িতে তুলে মাছ ব্যবসায়ী বাবলার ১ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। সেখানে এক হাতে ইয়াবা ও অন্য হাতে টাকা দিয়ে ছবি তুলে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা বিভিন্ন এলাকায় ঘুরিয়ে নিউমার্কেট এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে দেয় পুলিশ। এ সময় পুলিশ সদস্যদের কারো জামায় নেমপ্লেট ছিল না।’

‘বাবলা প্রথমে ১ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে বলে ছিনতাই হয়েছে ৫০ হাজার টাকা। সর্বশেষ সে বলে দুই হাজার ৭০০ টাকা পুলিশ তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে।’

‘বাবলার বিভ্রান্তিকর কথায় আমাদের সন্দেহ বেড়ে যায়। টানা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে, ব্যবসায় লোকসানের কারণে তার পাওনাদার বেড়ে গেছে। পাশাপাশি আইপিএলের জুয়া খেলে সে অনেক টাকা হারিয়েছে। সেজন্য এ ধরনের নাটক সাজিয়েছে।’

ছিনতাইয়ের নাটক সাজানোর কথা স্বীকারের পর বাবলাকে গ্রেফতার করা হয়েছে এবং আড়ৎদার আইন উদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন বলে জানিয়েছেন এডিসি পলাশ কান্তি নাথ।

রোববার (১১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে বসে এসব বিষয়ে কথা বলেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) পলাশ কান্তি নাথ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমা। জাগো নিউজ

মতিহার বার্তা ডট কম: ১১ অক্টোবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply