শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
বেনজেমা-বেলের গোলে রিয়ালের জয়, পয়েন্ট তালিকায় উন্নতি

বেনজেমা-বেলের গোলে রিয়ালের জয়, পয়েন্ট তালিকায় উন্নতি

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ ফুটবল লিগে লেভান্তেকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময় গতকাল রবিবার রাতে লেভান্তের মাঠ সিউদাদ ডি ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে এ ম্যাচটি শুরু হয়। ম্যাচের শুরু থেকেই লেভান্তের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। ৩১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট ফিরিয়ে দেন লেভান্তের গোলরক্ষক। এর আট মিনিট পর গোলের সুযোগ নষ্ট করেন টনি ক্রুস।

তবে লিড পেতে আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি রিয়ালের। কারণ ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে এগিয়ে দেন ফরাসি তারকা করিম বেনজেমা।

এদিকে বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে লেভান্তে। ৬০ মিনিটে সাফল্যও পেয়ে যায় তারা। রজার মারতি গোল করে লেভান্তেকে ১-১ গোলে সমতায় ফেরান।

এরপর আক্রমণের গতি আরো বাড়িয়ে দেয় রিয়াল শিবির। ৭৮ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। আবারও পেনাল্টি পায় তারা। এবার স্পট কিক থেকে গোল করে দলকে ২-১ গোলে লিড এনে দেন গ্যারেথ বেল।

ম্যাচের বাকিটা সময় চেষ্টা করেও কোনো পক্ষই গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তিয়াগো সোলারির শিষ্যরা। সূত্র: যুগান্তর।

আর এই জয়ে ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

মতিহার বার্তা ডট কম ২৫ ফেব্রুয়ারি, ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply