চন্দ্রিমা থানার ফেসবুকের কল্যাণে খুঁজে পাওয়া গেলো হারানো মায়ের সন্তানদের

চন্দ্রিমা থানার ফেসবুকের কল্যাণে খুঁজে পাওয়া গেলো হারানো মায়ের সন্তানদের

চন্দ্রিমা থানার ফেসবুকের কল্যাণে খুঁজে পাওয়া গেলো হারানো মায়ের সন্তানদের

এসএম বিশাল: অবশেষে ফেসবুকের কল্যাণে খুঁজে পাওয়া গেলো হারানো মায়ের সন্তানদের । গতকাল চন্দ্রিমা থানার ফেসবুক আইডি থেকে একজন বৃদ্ধা মহিলার প্রাপ্তি/উদ্ধারের স্ট্যাটাস দেয়া হয়।

এরই সূত্র ধরে, তার ছেলের সাথে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুম মনিরের সাথে যোগাযোগ হয়। পরে প্রয়োজনীয় তদন্ত শেযে আজ ১৭ অক্টোবর শনিবার ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে ওই বৃদ্ধার আপন ছেলে হারুনুর রশিদের হাতে বুঝিয়ে দেয়া হয়।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টার সময় শিরইল কলোনি, খাদ্য গোডাউনের পাশে ফুট ওভার ব্রিজের নিচে থেকে করিনা বেগম (৭০) নামের ওই বৃদ্ধাকে উদ্ধার করে চন্দ্রিমা থানা পুলিশ। এসময় ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন তার খোজ খবর নেন।

তিনি অনেকটা মানসিক ভারসাম্যহীন ও শারীরিক ভাবে দূর্বল ছিলেন বলে জানান ওসি। তার নাম করিনা বেগম (৭০) । তিনি আক্কেলপুর থানাধীন এলাহীর স্ত্রী। পরে চন্দ্রিমা থানা পুলিশ তাকে প্রাথমিকে জিজ্ঞাসা শেষে ভিকটিম সাপোর্ট সেন্টার, আরএমপিতে হস্তান্তর করে।

মতিহার বার্তা ডট কম: ১৭ অক্টোবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply