রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৪২ করোনা রোগী শনাক্ত

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৪২ করোনা রোগী শনাক্ত

রাজশাহী বিভাগে নয়দিন পর করোনায় মৃত্যু ১
covid-19 coronavirus background with microscopic red virus

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৪২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। নগতকাল বুধবার নমুনা পরীক্ষায় এসব নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিভাগের রাজশাহীতে পাঁচজন, নাটোরে ছয়জন, বগুড়ায় ২৯ জন এবং সিরাজগঞ্জে দুইজন শনাক্ত হয়েছেন। আর বুধবার বিভাগের ৩০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

গতকাল বুধবার বিভাগে নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগে এখন মোট মৃতের সংখ্যা ৩১৮ জন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬৭০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৪০ জন।

বর্তমানে বিভাগের আট জেলায় হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৪৭৯ জন।

মতিহার বার্তা ডট কম: ২২ অক্টোবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply