রাজশাহী নগরীতে ওজনে কম দেওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

রাজশাহী নগরীতে ওজনে কম দেওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

রাজশাহী নগরীতে ওজনে কম দেওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা
রাজশাহী নগরীতে ওজনে কম দেওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে একটি ফিলিং স্টেশন ও জুয়েলার্সকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত মঙ্গলবার রাজশাহী জেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব কাউছার হামিদ। জানা গেছে, ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ভদ্রার মেসার্স আ. সালাম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে পেট্রোল ডিস. ইউনিটটি ত্রুটিপূর্ণ থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর সাহেব বাজারে ফিরোজা জুয়েলার্সকে ত্রুটিপূর্ণ পরিমাপে লেনদেনের দায়ে ২ হাজার টাকা জরিামানা করা হয়।

এছাড়া রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স টীমের অভিযানে ২টি জুয়েলারী দোকানে অবৈধভাবে ভরির ব্যবহার এবং ৫টি কাপড়ের দোকানে অবৈধভাবে গজ ও কাঠির ব্যবহারের দায়ে সাতটি মামলা দায়ের করা হয়েছে।

মতিহার বার্তা ডট কম –০৪ নভেম্বর-২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply