নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে ফেন্সিডিল সহ মোঃ রুবেল হোসেন(৩০) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৫ টার দিকে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সদানন্দপুর সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১২ এর আভিযানিক দল। মেজর গাফ্ফারুজ্জামান ও স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে আভিযানঠি পরিচালনা করা হয়।
এ সময় তার নিকট হতে ৩৫২ বোতল ফেন্সিডিল ও ০১টি মোবাইল উদ্ধার করা হয়
গ্রেফতারকৃত আসামী দিনাজপুর জেলার ফুলবাড়িয়া থানধীন বারকোনা স্তাবনগর গ্রামের মোঃ সোলেমানের ছেলে মোঃ রুবেল হোসেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(b) ১ (b) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
মতিহার বার্তা ডট কম: ২৫ নভেম্বর ২০২০
Leave a Reply
You must be logged in to post a comment.