শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
নাটোরের সিংড়ায় অবৈধ পুকুর খননের মহোৎসব, কমছে আবাদি জমি

নাটোরের সিংড়ায় অবৈধ পুকুর খননের মহোৎসব, কমছে আবাদি জমি

নিজেস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় তিন ফসলী জমিতে অবৈধ পুকুর খননের মহোৎসব চলছে । এতে কমছে আবাদি জমির সংখ্যা। পুকুরের মাটি পরে নষ্ট হচ্ছে সড়কগুলো। উপজেলার কলম, চামারী, হাতিয়ান্দহ ও চৌগ্রাম ইউনিয়নে বেশ কিছু পুকুর খনন চলছে। তবে এসব খনন বন্ধে প্রশাসনের কোনো ভূমিকা লক্ষ করা যায়নি। প্রশাসনের নীরবতা জনমনে নানা প্রশ্নের জোগান দিচ্ছে।

চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা বলেন, চামারীর গুটিয়া বিলে একটি অবৈধ পুকুর খনন হচ্ছে, এই পুকুর খননে খাল বন্ধ হয়ে গেলে প্রায় ২ হাজার একর জমির বোরো, আমন, ইরি ধানসহ অন্যান্য ফসল আবাদে ব্যাপক ক্ষতি হবে। কৃষকদের আবাদি জমি নষ্ট হবে। আবাদ করার মত অবস্থা থাকবে না। জলাবদ্ধতার শিকার হবে কৃষি জমি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, শুধু ২০১৮ সালেই উপজেলাব্যাপী ৬৬ হেক্টর জমিতে ১৬৫টি পুকুর খনন করা হয়েছে। এ উপজেলায় আর পুকুরের প্রয়োজন নাই। এগুলোতেই ভালভাবে মাছ চাষ করলে মাছের চাহিদা পূরণ হওয়া সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, এ উপজেলায় চাহিদার অতিরিক্ত পুকুর খনন করা হয়েছে। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছি কিন্তু এভাবে তিন ফসলী জমিতে পুকুর খনন করা হলে একসময় খাদ্যে ঘাটতি দেখা দিবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মীর আসাদুজ্জামান বলেন, অবৈধ পুকুর খননকারীদের তালিকা করা হচ্ছে, খুব শিগগিরই অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ পুকুর খনন বন্ধ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো জানান, উপজেলার কয়েক জায়গায় অবৈধ পুকুর খনন বন্ধের জন্য এসিল্যান্ডকে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ইত্তেফাক।

মতিহার বার্তা ডট কম ০৩  মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply