শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা ভাবছে বাংলাদেশ

আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা ভাবছে বাংলাদেশ

আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা ভাবছে বাংলাদেশ
আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা ভাবছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক: কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বাংলাদেশ নিয়ে যে প্রতিবেদন করেছে এতে তথ্যগত ভুল আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছে বাংলাদেশ। আল জাজিরার প্রতিবেদনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘পেইড নিউজ’ হিসেবে উল্লেখ করে এখনই দেশে সংবাদ মাধ্যমটির সম্প্রচার বন্ধ করার পরিকল্পনা নেই বলেও জানান মন্ত্রী।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আল জাজিরা একটা প্রতিবেদন করেছে, একটা ছবি দিয়েছে। সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পেছনে দাঁড়ানো দুই ভদ্রলোক, দুই ভাই যারা বিতর্কিত, বলছে তারা প্রধানমন্ত্রীর বডিগার্ড। যেটি ডাহা মিথ্যা। উনার (প্রধানমন্ত্রী) কোনো বডিগার্ড নেই, বিরোধী দলে থাকাবস্থায়ও ছিল না, সব নেতাকর্মীরাই তার বডিগার্ড। এখন এসএসএফ আছে। কেউ পেছনে এসে ছবি তুললেই বডিগার্ড হয়ে যায় না। এটি তাদের মিথ্যা সংবাদ। আলজাজিরার মতো নামকরা গণমাধ্যম এ ধরনের সংবাদ করতে পারে, বিষয়টি অবাক করার। তাদের (আলজাজিরা) উচিত ক্ষমা চাওয়া।’

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আল জাজিরা বাংলাদেশের ভালো জিনিস দেখতে পারে না। আল জাজিরার কাজই হচ্ছে মুসলিম দেশগুলোর দোষ খুঁজে বের করা। সেখানে অনেকে ফান্ডিং করে। ব্রিটিশরা নিয়ন্ত্রণ করে এটি। আমাদের একজন জামাই তাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। যেটি খুবই দুঃখজনক, যারা সবসময়ই ভালো জিনিসের বিপক্ষে আছেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরাসরাসরি আল জাজিরার সঙ্গে যোগাযোগ করিনি। আমরা এই প্রতিবেদনের নিন্দা জানিয়েছি।’

এ সময় তিনি জানান, বাংলাদেশে আপাতত আল জাজিরার সম্প্রচার বন্ধ করার পরিকল্পনা সরকারের নেই। তার মতে পৃথিবী এখন উন্মুক্ত, বন্ধ করে খুব লাভ হয় না। তবে আলজাজিরা আরও দায়িত্বশীল হবে বলে প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে মিয়ানমার পরিস্থিতির দিকে বাংলাদেশ নজর রাখছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। বাংলাদেশে অবস্থানরত দূতাবাস ও চীনা দূতাবাসের মাধ্যমে যোগাযোগ স্থাপন করার চেষ্টা চলছে। মিয়ানমারের ঘটনা প্রতিবেশী দেশ হিসেবে পর্যবেক্ষ করছে বাংলাদেশ।’

বাংলাদেশ গণতন্ত্রের সমর্থনে উল্লেখ করে মিয়ানমার গণতন্ত্রের ধারায় আসবে বলে প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী। তবে বাংলাদেশ এখনো সামরিক সরকারকে সমর্থন জানায়নি, একইভাবে সু চি’র মুক্তি নিয়েও কোনো মন্তব্য করতে রাজি নয় বলে জানান মন্ত্রী। সুত্র ঢাকা টাইম

মতিহার বার্তা ডট কম: ০৪ ফেব্রয়ারি ২০২১

খবরটি শেয়ার করুন..

Leave a Reply