শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
রাত পোহালেই তাহেরপু‌রে ভোট,হ্যা‌ট্রিক জয়ের প্রত্যাশায় কালাম

রাত পোহালেই তাহেরপু‌রে ভোট,হ্যা‌ট্রিক জয়ের প্রত্যাশায় কালাম

রাত পোহালেই তাহেরপু‌রে ভোট,হ্যা‌ট্রিক জয়ের প্রত্যাশায় কালাম
রাত পোহালেই তাহেরপু‌রে ভোট,হ্যা‌ট্রিক জয়ের প্রত্যাশায় কালাম

বাগমারা প্রতিনিধি: আজ ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বাগমারার তাহেরপুর পৌরসভায় চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ লক্ষ্যে পৌরসভার ৯ টি ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী আমেজ বিরাজ করছে। নির্বাচন কমিশন সুত্রে জানাযায়, সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। তাহেরপুর পৌরসভায় ৯ টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬’শ ১৯ টি । এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩’শ ৭১ টি ও নারী ভোটার সংখ্যা ৭ হাজার ২’শ ৪৮ ভোট। নৌকা প্রতীকে লড়ছেন,দুই বারের সফল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ এবার হ্যাট্রিক জয়ের আশাবাদী। অপর‌দি‌কে তা‌হেরপুর পৌরসভায় বই‌ছে নৌকার জোয়ার,জোয়া‌রে অ‌ধিকাংশ ভোটাররা বর্তমান মেয়র কালা‌মের নৌকা প্রতী‌কে ভোট দি‌য়ে তাঁ‌কে হ্যা‌ট্রিক জ‌য় উপহার দি‌তে চাই‌ছেন। হ্যা‌ট্রিক জ‌য়ের স্বপ্ন বাস্তবায়‌নে মেয়র কালাম ব্যাপক পরিশ্রম ক‌রে‌ছেন। তার সুফল তি‌নি আজ পা‌বেন ব‌লে আশা কর‌ছেন আওয়ামী নেতাকর্মীরা।অন্য‌দি‌কে ধানের শীষের প্রার্থী হয়েছেন,পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম শামসুর রহমান মিন্টু । তার তেমন কর্মী সমর্থক চো‌খে প‌ড়ে‌নি। এলাকায় ভোটার‌দের ম‌ধ্যে তেমন উৎসাহ দেখা যায়‌নি।

তবে ৯ টি ওয়ার্ডের অধিকাংশ ভোটাররা নৌকার পক্ষে ঝুঁকেছেন। সবাই উদ্বুদ্ধ হ‌য়ে‌ছেন কালা‌মের উন্নয়‌নে। তি‌নি দুইবার মেয়র নির্বা‌চিত হ‌য়ে তা‌হেরপু‌রের ব্যাপক উন্নয়ন ক‌রে‌ছেন। এক প্র‌শ্নের জবা‌বে আবুল কালাম আজাদ ব‌লেন,আমি গত দুইবার মেয়র নির্বা‌চিত হ‌য়ে তা‌হেরপুর পৌরসভাকে ম‌ডেল পৌরসভা করার ল‌ক্ষ্যে ব্যাপক কার্যক্রম হা‌তে নি‌য়ে‌ছি। আশা ক‌রি আমার প্রিয় পৌরবাসীগন আজ‌কে বিপুল ভো‌টে বিজয়ী ক‌রে পৌরসভার অসমাপ্ত কাজগু‌লি সম্পন্ন করার সু‌যোগ দি‌বেন। আজ‌কের ভো‌টে মেয়র প্রার্থী দুজন ছাড়াও ৩৭ জন পুরুষ ও ১১ জন ম‌হিলা কাউ‌ন্সিলর প্রার্থী ভো‌টে অংশ গ্রহন ক‌রে‌ছেন।

মতিহার বার্তা ডট কম: ১৪  ফেব্রয়ারি ২০২১

খবরটি শেয়ার করুন..

Leave a Reply