শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
রাজশাহীতে সন্ত্রাসীদের দাপটে আতঙ্ক-উৎকণ্ঠায় গৃহহীন ২০০ পরিবার

রাজশাহীতে সন্ত্রাসীদের দাপটে আতঙ্ক-উৎকণ্ঠায় গৃহহীন ২০০ পরিবার

রাজশাহীতে সন্ত্রাসীদের দাপটে আতঙ্ক-উৎকণ্ঠায় গৃহহীন ২০০ পরিবার
রাজশাহীতে সন্ত্রাসীদের দাপটে আতঙ্ক-উৎকণ্ঠায় গৃহহীন ২০০ পরিবার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় সন্ত্রাসী দিয়ে অবৈধ উচ্ছেদ, বাড়িঘর ভাংচুর ও জমি দখলের ঘটনায় চরম মানবেতর জীবনযাপন করছে গৃহহীন ২০০ পরিবার। এদের মধ্যে উপজাতি পরিবার রয়েছে অন্তত ৫০ টি। দফায় দফায় সন্ত্রাসী হামলায় আহত হওয়ার পর বর্তমানে আতঙ্কগ্রস্থ হয়ে আমাবাগান ও মসজিদে রাত্রিযাপন করছেন তারা। এ ঘটনায় জমি দখলকারী ও হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো উপজাতিদের ওপরই নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তানোরের তালন্দ সমাসপুরে বিক্ষোভ-মানববন্ধনের আয়োজন করেন স্থানীয়রা।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি রাজশাহী জেলা প্রশাসককে লিখিতভাবে অভিযোগ দেয় ভুক্তভোগী পরিবারগুলো। এতে ২০০ পরিবারের সদস্যরা ছাড়াও আশপাশের এলাকার কয়েকশো মানুষ অংশ নেন। নিরাপত্তা নিশ্চিত পূর্বক গৃহ নির্মান করে জমি ফিরিয়ে দেয়ার দাবিতে অনুষ্ঠিত এ বিক্ষোভ-মানববন্ধনে সংহতি প্রকাশ করে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আত্ওা রহমান স্মৃতি পরিষদ। এসময় রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, রাজশাহী কোর্টের আইনজীবী আব্দুল আহাদ মন্ডল, স্থানীয় স্কুল শিক্ষক মাদার বখশ্, বিশিষ্ট সমাজসেবক আব্দুল গাফফার, এরাজ মন্ডল, নজরুল, নাসিরসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় একমাস আগে ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনীর মদদদাতা আব্দুল মান্নান ও তার জামাতা সৈয়দ আহসান আলী অবৈধভাবে তানোরের তালন্দ সমাসপুরে সরকারী খাস জমিতে বসবাসরত ২০০ পরিবারের ওপর হামলা চালায় এবং বাড়িঘর উচ্ছেদ করে প্রায় ৩৫ বিঘা জমি দখলে নিয়ে নেয়। হামলায় আহত হন অনেকে। প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দেয়া হয় স্থানীদের। উচ্ছেদ হওয়া ২০০ পরিবারের মধ্যে ৬০-৭০ টির উপজাতি পরিবার রয়েছে।

স্থানীয়রা বলেন, সেখানে তারা দীর্ঘদিন যাবৎ সেখানে বসবাস করে আসছিলেন। হঠাৎ করে জাল কাগজ দেখিয়ে উচ্ছেদ করা হয়েছে তাদের। এ ঘটনায় প্রশাসনের সহায়তা চাইলে উপজেলা অফিস থেকে তাদের ঘরবাড়ি নির্মাণ করার ব্যপারে উদ্যোগ না নিয়ে উল্টো গৃহহীন-অসহায়দের গ্রেপ্তারের হুমকি দেয়া হয়। অথচ মুজিববর্ষে গৃহহীন সকল পরিবারকে ঘর নির্মাণের ঘোষনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইতোমধ্যে অসহায় সেসব পরিবারকে বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে।

তারা জানান, এছাড়া সন্ত্রাসী বাহিনীর সশস্ত্র মহড়ার দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অস্ত্রধারী ৫৩ জনকে ৫৩ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। গৃহহীনদের নিরাপত্তার বিষয়েও নেই কোনো উদ্যোগ। আতঙ্কগ্রস্থ হয়ে তারা একমাস থেকে আমবাগান ও মসজিদে রাত্রিযাপন করছেন। এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মান্নান ও তার জামাতা সৈয়দ আহসান আলীর বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে তানোর থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, আতঙ্কগ্রস্থ হয়ে আমাবাগান ও মসজিদে রাত্রিযাপনের বিষয়টি একবারেই মিথ্যা। ছোট ছোট ঘর করে অন্যের মালিকানাধীন জমি দখলের চেষ্টা করছিল কয়েকটি পরিবার। তবে জমির প্রকৃত মালিক তার জমি দখলে নিয়েছেন। জানতে চাইলে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, ভ্রাম্যমাণ আদালতের আিভযানে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঘটনাস্থলে আসা কয়েকজনকে জরিমানা করা হয়। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply