শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
ভারতীয় বোলারদের বিরুদ্ধে দাপট দেখাচ্ছেন জশ বাটলার

ভারতীয় বোলারদের বিরুদ্ধে দাপট দেখাচ্ছেন জশ বাটলার

ভারতীয় বোলারদের বিরুদ্ধে দাপট দেখাচ্ছেন জশ বাটলার
ভারতীয় বোলারদের বিরুদ্ধে দাপট দেখাচ্ছেন জশ বাটলার

ক্রীড়া ডেস্ক: ডেভিড মালানকে সাজঘরে ফেরালেন ওয়াশিংটন সুন্দর। সহজ স্টাম্প করলেন পন্থ। ৮১ রানে দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড। জেতার জন্য ৬২ বলে দরকার ৭৬ রান। হাতে রয়েছে ৮ উইকেট।

২৬ বলে অর্ধ শতরান পূরণ করলেন জশ বাটলার। টি-টোয়েন্টি ফরম্যাটে ১১তম অর্ধ শতরান পূরণ করলেন ইংরেজ উইকেট রক্ষক। ৯ ওভারে ১ উইকেটে ৭৮ রান তুললো ইংল্যান্ড।

৮ ওভারে ১ উইকেটে ৬৮ রান তুললো ইংল্যান্ড। জেতার জন্য ৭২ বলে আরও ৮৯ রান করতে হবে। হাতে রয়েছে ৯ উইকেট।

৭ ওভারে ১ উইকেটে ৬৪ রান তুললো ইংল্যান্ড। জেতার জন্য ৭৮ বলে আরও ৯৩ রান করতে হবে। হাতে রয়েছে ৯ উইকেট।

জশ বাটলারের বিস্ফোরক ব্যাটিংয়ের দাপটে চাপ বাড়াচ্ছে ইংল্যান্ড। পয়ায়ার প্লে-তে ১ উইকেটে ৫৭ রান তুললো ইংল্যান্ড।

শার্দূল ঠাকুরের খারাপ বোলিং। ১৫ রান দিলেন। এর মধ্যে ১৪ রান নিলেন জশ বাটলার। ৫ ওভারে ১ উইকেটে ৪৬ রান তুললো ইংল্যান্ড।

৪ ওভারে ১ উইকেটে ৩০ রান তুললো ইংল্যান্ড।

বল হাতে নিয়েই জেসন রয়কে আউট করলেন যুজবেন্দ্র চহাল। শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে সহজ ক্যাচ নিলেন রোহিত। ২৩ রানে ১ উইকেট হারাল ইংল্যান্ড।

৩ ওভারে ১৬ রান তুলেছে ইংল্যান্ড। সিরিজে এগিয়ে যেতে হলে ১০২ বলে ১৪১ রান তুলতে হবে ইংরেজদের।

রিভিউ নষ্ট করল ভারত। ২ ওভারে ৭ রান তুললো ইংল্যান্ড।

সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ১৫৬ রান তাড়া করতে নামল ইংল্যান্ড। নতুন বল হাতে তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারের শেষে ইংল্যান্ড ৪ রান তুললো।

অপ্রতিরোধ্য বিরাট। ৪৬ বলে ৭৭ রানে অপরাজিত রইলেন। ৮ টি বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারি দিয়ে তাঁর ইনিংস সাজানো ছিল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান তুললো ভারত।

১৯ ওভারে ৫ উইকেটে ১৪২ রান তুললো ভারত। বিরাট ৪৩ বলে ৭০ রানে ক্রিজে রয়েছেন। হার্দিক ১০ রানে অপরাজিত।

একা লড়ছেন ভারত অধিনায়ক। টি-টোয়েন্টি ফরম্যাটে ২৭তম অর্ধ শতরান করলেন কোহলী।

১৭ ওভারে ৫ উইকেটে ১১৪ রান তুললো ভারত।

১৬ ওভারে ১০০ রান তুললো ভারত।

চোট সারিয়ে ফিরে এসে তিন উইকেট নিয়ে ফেললেন মার্ক উড। ১৫ ওভারে ৮৭ রান তুললো ভারত।

১৪.৩ ওভার। মার্ক উডের বলে ডিপ পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরলেন শ্রেয়স। ভারত ৮৬ রানে ৫ উইকেট।

১৪ ওভারের শেষে ৪ উইকেটে ৮৩ রান তুললো টিম ইন্ডিয়া। বিরাট ২৬ ও শ্রেয়স আয়ার ৭ রানে ক্রিজে রয়েছেন।

১৩ ওভারের শেষে ৪ উইকেটে ৭৪ রান তুললো টিম ইন্ডিয়া। বিরাট ২২ ও শ্রেয়স আয়ার ৬ রানে ক্রিজে রয়েছেন।

৬৪ রানে ৪ উইকেট হারাল ভারত। এ বার তিন রান নিতে গিয়ে রান আউট হলেন ঋষভ পন্থ। তাঁকে রান আউট করলেন শাম কারেন।

১১ ওভারের শেষে ৩ উইকেটে ৬২ রান তুললো ভারত। পন্থ ২৩ ও কোহলী ১৮ রানে ক্রিজে আছেন।

চলতি ইনিংসে ভারতের প্রথম বড় ওভার। আদিল রশিদের ওভারে ১১ রান নিল টিম ইন্ডিয়া। ১০ ওভারের শেষে স্কোর ৫৫ রানে ৩ উইকেট।

৯ ওভারের শেষে ৩ উইকেটে ৪৩ রান তুললো ভারত।

৮ ওভারের শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে। বিরাট ১১ ও ঋষভ পন্থ ৭ রানে ক্রিজে রয়েছেন।

৭ ওভার। ভারত ৩০ রানে ৩।

৩ উইকেট হারিয়ে মন্থর শুরু করল কোহলীর ভারত। পাওয়ার প্লে-তে মাত্র ২৪ রান তুললো টিম ইন্ডিয়া।

ক্রিস জর্ডন তাঁর প্রথম ওভারেই ছন্দে থাকা ঈশানকে ফিরিয়ে দিলেন। তাঁর শর্ট বলে হুক করতে গেলে ব্যাটের কানায় লেগে বল উইকেটরক্ষক জশ বাটলারের দস্তানায় জমা হয়ে যায়। ২৪ রানে ৩ উইকেট হারিয়ে কঠিন অবস্থায় টিম ইন্ডিয়া।

ক্রিজে এসেই বাউন্ডারি হাঁকালেন বিরাট কোহলী। ৫ ওভারের শেষে ভারত ২ উইকেটে ২৪ রান তুলেছে।

মার্ক উডের শর্ট বলকে পুল করতে গিয়ে শর্ট ফাইন লেগে জফ্রা আর্চারের হাতে ক্যাচ তুলে দিলেন রোহিত। ১৭ বলে ১৫ রান করে ফিরলেন ‘হিট ম্যান’। ভারত ২০ রানে ২ উইকেট।

রোহিতের ব্যাট থেকে এল প্রথম বাউন্ডারি। ৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১২ রান তুললো ভারত।

৩ ওভার। ৮/১।

ক্রিজে এলেন ঈশান কিষাণ।

গত তিন ম্যাচে কে এল রাহুলের ব্যাট থেকে এসেছে ১,০,০।

২.৩ ওভার। মার্ক উডের বোল্ড হলেন কে এল রাহুল। এই পরপর তিন ম্যাচে দ্রুত ফিরলেন এই ওপেনার। এ বারও ফিরলেন শূন্যতে।

২ ওভার। ৬ রান।

১.১ ওভার- রোহিত শর্মার লোপ্পা ক্যাচ ফস্কালেন জফ্রা আর্চার।

১ ওভার। ভারত ৫-০

ক্রিজে নেমে পড়েছেন রোহিত ও কে এল রাহুল। জোরে বোলারের বদলে নতুন বল হাতে তুলে নিয়েছেন আদিল রশিদ।

বিরাট কোহলী: সত্যি বলতে টসে জিতলে আমিও বোলিং করার সিদ্ধান্ত নিতাম। তবে সেটা ভেবে লাভ নেই। বড় রান তোলা আমাদের প্রধান লক্ষ্য। ফাঁকা মাঠে খেলতে ভাল না লাগলেও পরিস্থিতি মানিয়ে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই।

অইন মর্গ্যান: আমার ও আমার পরিবারের কাছে খুবই গর্বের দিন। আশাকরি ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারব। এখানে আদ্রতা অনেক বেশি। তাই আমরা রান তাড়া করব।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply