কঠোর’ লকডাউন, মতিহারে চেকপোস্ট বসিয়ে কড়া তল্লাশি

কঠোর’ লকডাউন, মতিহারে চেকপোস্ট বসিয়ে কড়া তল্লাশি

কঠোর’ লকডাউন, মতিহারে চেকপোস্ট বসিয়ে কড়া তল্লাশি
কঠোর’ লকডাউন, মতিহারে চেকপোস্ট বসিয়ে কড়া তল্লাশি

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের সংক্রমণ রোধে গতকাল বুধবার থেকে রাজশাহীসহ সারাদেশে ‘কঠোর লকডাউন’ শুরু হয়েছে। এটি কার্যকরে পুলিশ তৎপর রয়েছে। তবে কঠোর লকডাউনেও ঘরের বাইরে মানুষকে বের হতে দেখা গেছে। নগরীর সাহেববাজার, লক্ষীপুর, শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর, শিরোইল বাস টার্মিনাল, বিনোদপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে এ চিত্র দেখা গেছে। তবে অধিকাংশ রাস্তাঘাট প্রায় ফাঁকা রয়েছে। রাস্তায় দু’একটি রিকশা, মোটরসাইকেল এবং জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা গেছে। বন্ধ রয়েছে নগরীর সব মার্কেট। জেলার বিভিন্ন উপজেলাতেও একই চিত্র দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে নগরীর মতিহার থানাধিন তালাইমারী ট্রফিক মোড়ে চেকপোষ্ট বসিয়ে কড়া তল্লাশী চলাতে দেখা গেছে। এ সময় হেলমেট, ড্রাইভিং লাইসিন্স, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকা বেশ কিছু মামলাও হয়েছে।

অতি প্রয়োজনে যারা বাইরে বেরিয়েছেন, রিক্সা-অটোরিকশার কম থাকার কারণে তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। প্রচ- রোদে অনেককে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, শহরের মূল প্রবেশপথে চারটি বড় চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া ২৫টি টহল পুলিশ টহল দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছে। এক্ষেত্রে বাইরে আসা জনসাধারণ সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে তাদের জরিমানা করা হচ্ছে। বিশেষ করে সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের জরিমানা করা হচ্ছে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply