বাঘায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু!

বাঘায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু!

বাঘায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু!
বাঘায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু!

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় করোনার উপসর্গ নিয়ে কোহিনুর বেগম (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি বাঘার পার্শ্ববর্তি লালপুর উপজেলার বেরিলাবাড়ি এলাকার বাসিন্দা। মৃত্যুর পর তার নমুনা কালেকশান করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ স্বপ্না পারভিন বলেন, তিনি হাইপারটেনশান ও ডায়াবেটিস রোগ সংক্রান্ত জটিলতায় গত ১৮ এপ্রিল (রোববার) হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চলাকালিন সময় আজ সকালে তিনি মারা যায়। ভর্তির সময় তার শরীরে করোনার কোন সিনট্রম ছিলনা । তবে মৃত্যুর পরে রোগির আত্বীয় স্বজন জানান তিনি বেশ কয়েকদিন থেকে জ্বরে ভূগছেন।

উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাশেদ শাহেদ জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত: ব্যক্তির লাশ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। উপজেলায় এ পর্যন্ত (১৯ এপ্রিল) মোট ১৭৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৭০ জন সুস্থ হয়েছেন। বাকি তিন জন হোম আইসোলেশানে চিকিৎসাধিন আছেন।

রামেক হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন দুই জন।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply