রামেক হাসপাতালে একদিনে চারজনের মৃত্যু

রামেক হাসপাতালে একদিনে চারজনের মৃত্যু

রাজশাহী বিভাগে করোনায় একজনের মৃত্যু
রাজশাহী বিভাগে করোনায় একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে করোনা উপসর্গ নিয়ে দুইজন ও আক্রান্ত নিয়ে দুইইজন মারা যান। গত ২৪ ঘন্টায় রাতের বিভিন্ন সময়ে রামেক হাসপাতালে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে যে ৪ জন মারা গেছে তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে। মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় বলে জানান রামেক হাসপাতাল ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে করোনা ওয়ার্ডে মোট ১১৪ জন ভর্তি আছে। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ৭২ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৪৬ জন। হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ৮ জন রোগী।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply