শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
মতিহারে বার্লিন ফাস্টফুডের মালিকের ছেলে রনি ফেনসিডিলসহ গ্রেফতার

মতিহারে বার্লিন ফাস্টফুডের মালিকের ছেলে রনি ফেনসিডিলসহ গ্রেফতার

মতিহারে বার্লিন ফাস্টফুডের মালিকের ছেলে রনি ফেনসিডিলসহ গ্রেফতার
মতিহারে বার্লিন ফাস্টফুডের মালিকের ছেলে রনি ফেনসিডিলসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে কাজলায় অবস্থিত বার্লিন ফাস্টফুডের মালিকের ছেলে রনি (২৭)কে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে মহানগর গেয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

বৃহস্পতিবার বেলা ১১টায় তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে নগরীর মতিহার থানাধিন চৌদ্দপাই এলাকার নিজ বাড়ি থেকে রনিকে ১৩ বোতল ফেনসিডিলসহ রনিকে গ্রেফতার করে ডিবি পুলিশের এসআই মো. আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত রনি কাজলা মোড়ে অবস্থিত বার্লিন ফাস্টফুডের মালিক নবির ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার ডিউটি অফিসার এসআই কাজল রেখা।

এ ব্যপারে গ্রেফতারকৃত রনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

এদিকে, পুরো মতিহার আর কাটাখালি থানা এলাকায় মাদকের ছড়াছড়ি। হাত বাড়ালেই মিলছে মাদক। র‌্যাব ও ডিবি পুলিশের অভিযানে মাঝে মধ্যে ফেনসিডিল ইয়াবা, হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার হলেও থানা পুলিশের তেমন উল্লেখ যোগ্য অভিযান নেই বলে অভিযোগ স্থানীয়দের। তবে থানা পুলিশ মাদকসহ কাউকে গ্রেফতার করেনা এমটি বলা যাবেনা। পুলিশ গ্রেফতার করে মাদকসেবী। চালান দেয়া হয় ৫/৬/৭ ও ৮ গ্রাম হেরোইন, ১০০ থেকে ৩০০গ্রাম গাঁজা আর ১ থেকে ১০ বোতল ফেনসিডিল।

স্থানীয়দের অভিযোগ মতিহার থানার অসাধু কিছু পুলিশের সাথে দেনদরবারের মধ্যে দিয়েই চলছে মতিহারে মাদকের রমরমা কারবার। চিহ্নিত, পেশাদার ও একাধিক মাদক মামলার আসামীরা দাপটের সাথেই চালাচ্ছে মাদকের কারবার। আর তাদেরই কাছ থেকে মাদক ক্রয় করে আসার পথে মাদক কারবারীদের দেয়া তথ্যেই গ্রেফতার হচ্ছে মাদক সেবীরা। এই হচ্ছে থানা পুলিশের অভিযান বলছে স্থানীয়রা। আবার বেশি মুনাফার আশায় নতুন নতুন মাদক কারবারীর জব্দ হচ্ছে। এমনি একজন নতুন মাদক কারবারী নবির ছেলে রনি। বর্তমানে এক বোতল ফেসসিডিলের দাম ২২০০ টাকা। আর এই মাদকের টাকা যোগাড় করতে নিত্য নতুন অপকর্ম ঘটছে নগরীজুড়ে। পাড়া মহল্লায় ব্যপক হারে বেড়েছে চুরি ছিনতাই। খোঁজ নিলে দেখা যাবে এসব অপকর্মের সাথে জড়িতরা সবাই মাদকাশক্ত।

এ ব্যপারে জানতে আরএমপি পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) রুহুল কুদ্দুস-এর মুঠো ফোনে ফোন দেয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply