১৬ আগস্ট পর্যন্ত রাবির বায়োসায়েন্স ইনস্টিটিউটের আবেদন

১৬ আগস্ট পর্যন্ত রাবির বায়োসায়েন্স ইনস্টিটিউটের আবেদন

১৬ আগস্ট পর্যন্ত রাবির বায়োসায়েন্স ইনস্টিটিউটের আবেদন
১৬ আগস্ট পর্যন্ত রাবির বায়োসায়েন্স ইনস্টিটিউটের আবেদন

রাবি প্রতিনিধি: মহামারির ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অধিভুক্ত রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস এর ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৬ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। গত ১ আগস্ট থেকে শুরু হয়েছে আবেদন।

সম্প্রতি রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস এর পরিচালক স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৭-২০১৮ সালে এসএসসি ও ২০১৯-২০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএ ৭ দশমিক ৫ পেতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ০০ এর নিচে পাওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষার সময় এক ঘণ্টা। ১০০ নম্বরের পরীক্ষায় জীববিজ্ঞান-৪০, রসায়ন-৩০, ইংরেজি-২০ ও সাধারণ জ্ঞানে ১০ নম্বরের প্রশ্ন থাকবে। এছাড়া আবেদন ফি বিকাশের মাধ্যমে জমা দিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply