রাজশাহীতে দেশি বিদেশী ব্যান্ডের নকল প্রসাধণী ও কাঁচামাল উদ্ধার, গ্রেফতার ২

রাজশাহীতে দেশি বিদেশী ব্যান্ডের নকল প্রসাধণী ও কাঁচামাল উদ্ধার, গ্রেফতার ২

রাজশাহীতে দেশি বিদেশী ব্যান্ডের নকল প্রসাধণী ও কাঁচামাল উদ্ধার, গ্রেফতার ২
রাজশাহীতে দেশি বিদেশী ব্যান্ডের নকল প্রসাধণী ও কাঁচামাল উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দেশি বিদেশী ব্যান্ডের নকল প্রসাধণী, কাঁচামাল ও যন্ত্রাংশসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পবা থানা পুলিশ।
মঙ্গলবার ৯ নভেম্বর দুপুর আড়াইটার দিকে পবা থানার দিঘীর পারিলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় জব্দ করা হয় প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন দেশী-বিদেশী কোম্পানীর মোড়ক যুক্ত নকল প্রসাধণী, প্রসাধণী তৈরীর বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতি।
গ্রেফতারকৃতরা হলো মোঃ সাইফুল ইসলাম (৪৮)। সে রাজশাহী জেলার দূর্গাপুর থানার কালুপাড়া গ্রামের মৃত গাজীউর রহমানের ছেলে এবং তার ভগ্নিপতি মোঃ মেজবাহ উদ্দিন (৪০)। সে রাজশাহী মহানগরীর পবা থানার দিঘীর পারিলা গ্রামের মৃত আঃ সফি তালুকদারের ছেলে ।
বুধবার ১০ নভেম্বর বেলা ১১টার দিকে আরএমপি সদরদপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার একটি অভিযানিক দল জানতে পারে, দিঘীর পারিলা গ্রামের দুই জন ব্যক্তি নকল প্রসাধণী প্রস্তুতকারী তাদের বাড়ীতে বিভিন্ন প্রকার কাঁচামাল, রাসায়নিক দ্রব্য ব্যবহার করে দেশী-বিদেশী কোম্পানীর মোড়ক যুক্ত ভেজাল ও নকল প্রসাধণী তৈরী করে রাজশাহী মহানগর এবং মহানগরীর বাহিরে বিভিন্ন বিউটি পার্লার, জেন্স পার্লার, সেলুন ও কসমেটিক্স এর দোকানে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply