শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
রাজশাহীতে দুলাভাইয়ের তিনটি দাঁত ভেঙে দিলো শ্যালিকা

রাজশাহীতে দুলাভাইয়ের তিনটি দাঁত ভেঙে দিলো শ্যালিকা

রাজশাহীতে দুলাভাইয়ের তিনটি দাঁত ভেঙে দিলো শ্যালিকা
রাজশাহীতে দুলাভাইয়ের তিনটি দাঁত ভেঙে দিলো শ্যালিকা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে মোাবাইল ফোনে উচ্চ শিক্ষিত পরিচয়ে কতপকথন। কথা ধরে ফেলায় দুলাভায়ের মুখে মেরে তিনটি দাঁত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে শ্যালিকার বিরুদ্ধে।

শনিবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে শিরোইল কলোনির হাজরা পুকুর এলাকায় ঘটনাটি ঘটে।

যদিও ওয়ার্ড কাউন্সিলরের মধ্যস্থতায় বিষয়টির নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন শ্যালিকা ময়না (৩৮) বেগম।

ভুক্তভোগীর নাম মো. আব্দুল্লাহ (৫৩)। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার রানিহাটি গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে হাজরাপুকুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী মো. আব্দুল্লাহ প্রতিবেদককে বলেন, আমার বাড়িতে বেড়াতে এসে আমার শালিই চোঙা দিয়ে আমার মুুখে আঘাত করে এতে আমার সামনের তিনটি দাঁত ভেঙে  যায়।

তিনি আরো বলেন, শুধু তার বোনকে (আব্দুল্লাহর স্ত্রী) বলেছিলাম-তোমার বোন মোবাইল ফোনে কার সঙ্গে এতো চাপাবাজি করছে, সে তো কোনোদিন স্কুলেই যায়নি। কিন্তু ফোনে বলছে আমি ম্যাট্রিক পাস এবার ইন্টারে পড়ছি। এ কথা বলায় আমার স্ত্রীর সঙ্গে সামান্য ঝগড়া হয়। এর মধ্যেই হঠাৎ চুলার পাশে পড়ে থাকা একটি লোহার চোঙা দিয়ে আমার মুখের ওপর আঘাত করে। ওই আঘাতেই আমার নিচের তিনটি দাঁত খুলে পড়ে যায়।

আব্দুল্লাহ বলেন, আমি রাজশাহী মেডিকেল কলেজে গিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হই। এ ঘটনায় থানায় একটি মামলাও করা হয়। আমার অভিযোগের ভিত্তিতে শ্যালিকা ময়না ও আমার স্ত্রী লাইলীকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ। তবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, থানার ওসি ও আমার ছেলেদের অনুরোধের কারণে তাকে মাফ করে দিই।

অভিযুক্ত শ্যালিকার ভাষ্য, দুলাভাই বোনকে প্রায় নির্যাতন করেন। সেদিনও আমার বোনের সঙ্গে আমার সামনে ঝগড়া শুরু করে। এ সময় বোনকে মারতে চেয়েছিল। তাই আমি প্রতিবাদ করতে গিয়ে তাকে লোহার চোঙা দিয়ে মেরেছিলাম। তবে ওই ঘটনার মীমাংসা করে দিয়েছে পুলিশ ও কাউন্সিলর।

এ বিষয়ে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, কিছুদিন আগে এ ধরনের একটি পারিবারিক ঘটনা ঘটেছিল। তবে সেটি স্থানীয়ভাবে আমার চেম্বারে বসে মীমাংসা করে দিই। পরে নতুন করে কিছু হয়েছে কি না আমার জানা নেই্

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেন বলেন, ঘটনার পর থানায় একজন অভিযোগ দেন। এটির তদন্তভার উপ-পরিদর্শক (এসআই) পলাশকে দেওয়া হয়েছিল। তবে স্থানীয়ভাবে তারা বিষয়টির নিষ্পত্তি করে নেওয়ার কারণে এবং ভুক্তভোগীর কোনো অভিযোগ না থাকায় আমরাও এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নিইনি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply