মতিহারে ১৯৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার

মতিহারে ১৯৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার

মতিহারে ১৯৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার
মতিহারে ১৯৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে ১৯৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব-৫, এর সদস্যরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় মহানগরীর মতিহার থানাধীন তালাইমারী ট্রাফিক মোড় থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলো: মতিহার থানাধীন জাহাজঘাট মধ্যপাড়া এলাকার মোঃ জুয়েল আলী (১৯) ও মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম পশ্চিম পাড়া এলাকার মৃত আবু তাহের উদ্দিনের ছেলে মোঃ সুমন আলী (৩১)।

বৃহস্পতিবার সন্ধা ৭টায় র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, এর সদস্যরা জানতে পারে, মতিহার থানাধীন তালাইমারী ট্রাফিক মোড় সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংক বুথের সামনে কতিপয় মাদক কারবারীরা মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টায় ওই স্থানে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টাকালে র‌্যাবের অফিসার সঙ্গীয় ও ফোর্সের সহায়তায় তাদের ১৯৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।

এ ব্যপারে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মহানগরী মহিতার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন রুজু হয়েছে বলেও জানায় র‌্যাব।

মতিহার বার্তা/ জি আর

খবরটি শেয়ার করুন..

Leave a Reply