রাজশাহী রেলওয়ে স্টেশনের ফুয়েলিং পয়েন্টে অগ্নিকান্ড

রাজশাহী রেলওয়ে স্টেশনের ফুয়েলিং পয়েন্টে অগ্নিকান্ড

রাজশাহী রেলওয়ে স্টেশনের ফুয়েলিং পয়েন্টে অগ্নিকান্ড
রাজশাহী রেলওয়ে স্টেশনের ফুয়েলিং পয়েন্টে অগ্নিকান্ড

এসএম বিশাল: রাজশাহী স্টেশনের ফুয়েলিং পয়েন্টে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রেলওয়ে মেডিকেলের দক্ষিণ দিকে পাওয়ার কারে ফুয়েলিং পয়েন্টে এঘটনা ঘটে। তেলের পাইপ লিক হওয়ার কারণে এবং সেই তেলের ওপর কেউ সিগারেটের আগুন ছুড়ে ফেলায় এ অগ্নিকান্ডের সুত্রপাত হতেপারে বলে প্রথমিক ধারণা করা হচ্ছে।

স্টেশনে কর্মরত রেলওয়ে স্টাফরা বালি ও অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে উত্তপ্ত আগুন নিভান বলে জানান, পথচারী সিয়াম।

এ ব্যাপারে পশ্চিমাঞ্চল রেলওয়ের এসএসএই/ইলেক রতন কুমার জানান, ফুয়েল পয়েন্টে পাওয়ার কারে ডিজেল লোড দেয়া হয়। যে পয়েন্টে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে সে পয়েন্ট দীর্ঘদিন থেকে ব্যাবহার হয়না। তবে গেটভাল্প থেকে ডিজেল কিছুটা ড্রেনে পরে। সেই তেলে ওপর কেউ বা কাহারা সিগারেটের আগুন ছুড়ে ফেলার কারণেই আগুনের সুত্রপাত হতে পারে। তবে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাওয়ার আগেই রেলওয়ে স্টাফরা আগুন নিভিয়ে ফেলেন। তবে বড় ধরণের কোনো দূর্ঘটনা ঘটেনি বলেও জানান রতন কুমার।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply