শিরোনাম :
প্রেমিকার বাড়ির সামনে বিষপানে প্রেমিকের মৃত্যু; বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য ‘শাড়ি ক্যানসার’ কেন হয়? তার উপসর্গই বা কী? জানালেন চিকিৎসক ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, তবে মানতে হবে কিছু নিয়ম মল্লিকার সঙ্গে চুমু বিতর্ক, মুখ দেখাদেখি বন্ধ কুড়ি বছর, সাক্ষাৎ পেয়ে কী করলেন ইমরান? ক্যাটরিনার জন্যই সলমনের সঙ্গে সম্পর্কে দূরত্ব, ইদে স্বামীকে নিয়ে ভাইজানের বাড়িতে আলিয়া! রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৬ ১৬ মাসের মেয়েকে বাড়িতে একা রেখে ছুটি কাটাতে যান মা, না খেয়ে, জল না পেয়ে মৃত্যু! সাজা যাবজ্জীবন রাজশাহীতে ট্রাকে টোল আদায়ের নামে চাঁদাবাজি, আটক ২ পুঠিয়ায় পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার ৩ ঈদের সাথে যুক্ত হওয়া নববর্ষের উচ্ছ্বাসে বিনোদন স্পট পরিপূর্ণ
ব্যাটসম্যানদের হটকারিতায় ম্যাচ হারাল রাজস্থান রয়্যালস

ব্যাটসম্যানদের হটকারিতায় ম্যাচ হারাল রাজস্থান রয়্যালস

ক্রীড়া ডেক্স : গোলাপি শহরে ম্লান হল রয়্যালস! জয়ের কাছাকাছি পৌঁছেও ব্যাটসম্যানদের হটকারিতায় ম্যাচ হারাল রাজস্থান রয়্যালস৷ রুদ্ধ্বশ্বাস ম্যাচ জিতে দ্বাদশ আইপিএলে অভিযান শুরু করল কিংস ইলেভেন পঞ্জাব৷ অর্থাৎ রয়্যালসের ডেয়ার প্রথমবার ‘হাল্লা বোল’ থামাল প্রীজি জিন্টার দল৷

রাজস্থান রয়্যালসক ১৪ রানে হারিয়ে আইপিএল অভিযান শুরু করল কিংস ইলেভেন৷ ১৮৫ রান তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ১৭০ রানে শেষ করে রয়্যালস৷ অজিঙ্ক রাহানে ও জোস বাটলারের দুরন্ত শুরুর পর জয়ের রাস্তা মসৃণ হয়েছিল রাজস্থানের৷ কিন্তু মিডল-অর্ডারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে কিংস ইলেভেনকে ম্যাচ উপহার দিল রয়্যালস ব্যাটসম্যানরা৷ ম্যাচের সেরা ৭৯ রানের দুরন্ত ইনিংস খেলা ক্রিস গেইল৷

তিন উইকেটে ১৪৮ রান থেকে ১৭০ রানে ৯ উইকেট হারিয়ে ম্যাচ হেরে বসল রাজস্থান৷ মাত্র ২২ রানে শেষ সাত উইকেট হারায় রাহানে অ্যান্ড কোং৷ সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে প্রথমবার সোয়াই মান সিং স্টেডিয়ামে জয়ের স্বাদ পেল কিংস ইলেভেন৷ ক্রিস গেইলের পর গোলাপি শহরে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন জোস বাটলার৷ ৪৩ বলে ২টি ছক্কা ও ১০টি বাউন্ডারির সাহায্যে ৬৯ রানের ইনিংস খেলেন তিনি৷

তবে বাটলারের রান-আউট বিতর্কের জন্ম দিলেও ম্যাচ জিতে বাজিমাত করলেন কিংস ইলেভেন অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন৷ ডেলিভারির সময় ক্রিজ ছেড়ে বেডিয়ে যাওয়ায় বাটলারকে রান-করেন অশ্বিন৷ তবে তার পরও ম্যাচের রাশ ছিল রয়্যালসদের হাতে৷ কিন্তু ব্যাটসম্যান হঠকারিতায় ম্যাচ হেরে বসে রাজস্থান৷ রয়্যালস ইনিংসের শেষ সাত ব্যাটসম্যানের কেউ দু’ অংকের রানে পৌঁছতে পারেননি৷ ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর সঞ্জু স্যামসনের ৩০ রান৷ আর এক বছরের নির্বাসন কাটিয়ে মাঠে ফিরে ১৬ বলে ২০ রান করেন স্টিভ স্মিথ৷ দুরন্ত ক্যাচ ধরে স্মিথকে ডাগ-আউটে ফেরান লোকেশ রাহুল৷

এর আগে গেইলের দায়িত্বশীল ইনিংস কিংস ইলেভেনকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেয়৷ গেইল ছাড়া ময়াঙ্ক আগরওয়াল ২২ এবং সরফরাজ খান ২৯ বলে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন৷ তবে দ্বাদশ আইপিএলের প্রথম ম্যাচেই গেইল শো দেখে পিঙ্ক সিটি৷ ৪৭ বলের ইনিংসে চার ছক্কা ও আটটি বাউন্ডারি মারেন গেইল৷ আর ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে কিংসদের ১৮৪ রানে পৌঁছে দেন সরফরাজ৷

এদিন ইনিংসের শুরুতেই মাইলস্টোনে পৌঁছন বাঁ-হাতি ক্যারিবিয়ান ওপেনার৷ ব্যক্তিগত ৬ রান করে আইপিএলে ৪ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন গেইল৷ সেই সঙ্গে দ্বিতীয় বিদেশি খেলোয়াড় হিসেবে ৪ হাজার রানের গণ্ডি টপকে যান তিনি৷ তবে ডেভিড ওয়ার্নারকে টপকে দ্রুততম এই মাইলস্টোন টপকে গেলেন গেইল৷

১১৪টি ইনিংস খেলে ৪ হাজার রানের মাইলস্টোনে পৌঁছেছিলেন ওয়ার্নার৷ কিন্তু ১১২তম ইনিংসে ৪ হাজার রান করে ওয়ার্নারকে টপকে যান গেইল৷ শুধু তাই নয়, ওয়ার্নারের পর দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে এই ৪ হাজার রানের গণ্ডি টপকালেন গেইল৷ তবে আইপিএল নবম ক্রিকেটার হিসেবে এই এলিট ক্লাবে নাম লেখালেন ক্যারবিয়ান ব্যাটসম্যান৷

মতিহার বার্তা ডট কম  ২৫ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply