শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
উমরানকে প্রথম বার দেখে ওয়াকার ইউনিসের কথা মনে হয়েছিল কার

উমরানকে প্রথম বার দেখে ওয়াকার ইউনিসের কথা মনে হয়েছিল কার

উমরানকে প্রথম বার দেখে ওয়াকার ইউনিসের কথা মনে হয়েছিল কার
উমরানকে প্রথম বার দেখে ওয়াকার ইউনিসের কথা মনে হয়েছিল কার

ক্রীড়া ডেস্ক: উমরানকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে পাঠানের। তিনি জম্মু-কাশ্মীরের রঞ্জি কোচ ছিলেন। সেই সুবাদে উমরানের বোলিংয়ের সঙ্গে আগে থেকেই পরিচিত।

আইপিএলে প্রতি ম্যাচেই নজর কাড়ছেন সানরাইজার্স হায়দরাবাদের জোরে বোলার উমরান মালিক। তাঁর বলের গতি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে। রবিবারও পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৮ রানে ৪ উইকেট নিয়েছেন জম্মু-কাশ্মীরের এই তরুণ।

উমরানকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে ইরফান পাঠানের। কারণ ভারতীয় দলের প্রাক্তন সদস্য জম্মু-কাশ্মীরের রঞ্জি দলের কোচ ছিলেন। সেই সুবাদে তিনি উমরানের বোলিংয়ের সঙ্গে আগে থেকেই পরিচিত। আজকের উমরান হয়ে ওঠার পিছনে অবদান রয়েছে ইরফানেরও। তিনি বলেছেন, উমরানকে প্রথম বার দেখেই তাঁর মনে পড়েছিল পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার ওয়াকার ইউনিসের কথা।

ধারাবাহিক ভাবে ১৫০ কিলোমিটার গতিতে বল করছেন উমরান। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ কাশ্মীরের তরুণের বলের গতিতে বিস্মিত হলেও ইরফানের কাছে এই গতি অত্যন্ত পরিচিত। তিনি বলেছেন, ‘‘জম্মু-কাশ্মীরের হয়ে প্রথম বার খেলতে গিয়ে উমরানকে দেখি। তখন আমি দলের মেন্টরও ছিলাম। ওকে বল করতে দেখে আমার প্রথমেই ওয়াকার ইউনিসের কথা মনে পড়ে ছিল।’’

২০২১ আইপিএলে টি নটরাজন করোনা আক্রান্ত হওয়ায় হায়দরাবাদ দলে অন্তর্ভূক্ত করে নেট বোলার উমরানকে। রাজ্যের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ এখনও পাননি উমরান। দু’টি প্রথম শ্রণির ম্যাচ খেলেছেন। একটি টি-টোয়েন্টি সহ মাত্র দু’টি সীমিত ওভারের ম্যাচ খেলেছেন।ইরফান বলেছেন, ‘‘উমরান দুর্দান্ত।

ওর এই পারফরম্যান্সে আমার বিশেষ অবদান নেই। সবটাই ওর কৃতিত্ব। দারুণ ছনদে রয়েছে। উমরানের দক্ষতা দারুণ। সকলেই দেখতে পাচ্ছেন উমরান ১৫০ কিলোমিটার গতিতে বল করছে। ওকে কাছ থেকে দেখেছি, মনে হত যদি আমিও ওর মতো গতিতে বল করতে পারতাম। এখন এমন এক জনের পরামর্শ পাচ্ছে, যা ওকে অভিষ্যতে আরও ভয়ঙ্কর করে তুলবে।’’ উল্লেখ্য হায়দরাবাদের বোলিং কোচ ডেল স্টেন।

মতিহার বার্তা / এম আর টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply