চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতের, প্রতারক গ্রেফতার

চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতের, প্রতারক গ্রেফতার

চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতের, প্রতারক গ্রেফতার
চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতের, প্রতারক গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতের ঘটনায় আব্দুল মান্নান (৫৭)নামের এক প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।

রবিবার বিকেল ৫টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কুটপারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান ঝিনাইদহ সদর উপজেলার মৃত আজগর আলীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক সাজু মিঞা বলেন, চাকরি দেয়ার নাম করে সদর উপজেলার দেহন বেংরোল গ্রামের কিছু মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় আব্দুল মান্নান। টাকা ফেরৎ দিতে টালবাহানা শুরু করলে এ ঘটনায় ঐ গ্রামের তাজউদ্দীন ওরফে লিটন নামে এক ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন।

পরবর্তীতের আদালতের নির্দেশে মামলাটি ঠাকুরগাঁও সদর থানা এজাহার হিসেবে গ্রহণ করে সিআইডির কাছে তদন্তের জন্য স্থানান্তর করেন। আর এই মামলার তদন্তভার আমাকে দেয়া হয়।

তিনি বলেন, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সদরের রায়পুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এসময় এই মামলার প্রধান আসামী আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে আদালতের মাধ্যমে আব্দুল মান্নানকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। সেই সাথে মামলার তদন্তকাজ চলমান রয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

মতিহার বার্তা / এম আর টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply