শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
লেভান্ডভস্কিকে ছাড়বে না বায়ার্ন মিউনিখ

লেভান্ডভস্কিকে ছাড়বে না বায়ার্ন মিউনিখ

লেভান্ডভস্কিকে ছাড়বে না বায়ার্ন মিউনিখ
লেভান্ডভস্কিকে ছাড়বে না বায়ার্ন মিউনিখ

ক্রীড়া ডেস্ক: ইউরোপীয় ফুটবলের সবচেয়ে দুর্ধর্ষ স্ট্রাইকারদের একজন রবার্ট লেভান্ডভস্কি। বায়ার্ন মিউনিখের হয়ে শেষ সাত মৌসুমের প্রতিটিতে ৪০ বা তার অধিক গোল করেছেন তিনি। তবে বায়ার্নের সঙ্গে বর্তমান চুক্তিতে এক বছর বাকি থাকায় বেশ কিছুদিন ধরে লেভান্ডভস্কির ক্লাব বদল নিয়ে কানাঘুষা শোনা যাচ্ছিল। লেভান্ডভস্কি নিজেও বিষয়টি নিয়ে অনিশ্চয়তার পালে হাওয়া দিয়েছিলেন, তিনি আগামী মৌসুমে ক্লাব থাকবেন কিনা সেই প্রশ্ন তাকে না করে বরং ক্লাবকে করতে বলেছিলেন, কারণ তাদের উপরই নির্ভর করছে সব।

এবার ক্লাবের পক্ষ থেকে সেই প্রশ্নের জবাব চলে এল। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদজিচ জানিয়েছেন আগামী মৌসুমেও বায়ার্নেই থাকছেন লেভান্ডভস্কি, ‘সে আগামী গ্রীষ্মে ক্লাব ছাড়ছে না। তার সাথে আমাদের ২০২৩ পর্যন্ত চুক্তি রয়েছে। আমরা দ্রুতই আলোচনা করব। আমরা চাই সে থাকুক।’

‘বিশ্বের সেরা খেলোয়াড় (লেভান্ডভস্কি) আমাদের দলে আছে, আমরা চাই সে এখানেই থাকুক। আমরা তাকে নিয়ে গর্বিত। এখনো তার সাথে আলোচনা (চুক্তি নবায়নের ব্যাপারে) করিনি, তবে দ্রুতই সেটা করব।’

‘বিশ্বের সেরা খেলোয়াড় (লেভান্ডভস্কি) আমাদের দলে আছে, আমরা চাই সে এখানেই থাকুক। আমরা তাকে নিয়ে গর্বিত। এখনো তার সাথে আলোচনা (চুক্তি নবায়নের ব্যাপারে) করিনি, তবে দ্রুতই সেটা করব।’

লেভান্ডভস্কিকে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রেখে দিতে চাইলে বায়ার্নকে তার সঙ্গে খুব দ্রুতই আলোচনা শুরু করতে হবে। কারণ আরেক ইউরোপীয় জায়ান্ট বার্সেলোনা কিন্তু এই পোলিশ স্ট্রাইকারকে দলভুক্ত করতে এক পায়ে খাড়া। কাতালান ক্লাবটির প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা কয়েকদিন আগে অনানুষ্ঠানিকভাবে লেভান্ডভস্কির ব্যাপারে ক্লাবটির আগ্রহের কথা নিশ্চিত করেছিলেন।

বায়ার্ন ডিরেক্টর সালিহামিদজিচ অবশ্য লেভান্ডভস্কির জন্য বার্সেলোনার কোন প্রস্তাব গ্রহণ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ৩৩ বছর বয়সী স্ট্রাইকারের জন্য বার্সা যদি ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দেয় তবুও ‘না’ করে দেবেন তিনি।

মতিহার বার্তা / এম আর টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply