শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
ওভারটেক করতে গিয়ে দুমড়ে মুচড়ে গেছে গাড়ি, মৃত ২

ওভারটেক করতে গিয়ে দুমড়ে মুচড়ে গেছে গাড়ি, মৃত ২

ওভারটেক করতে গিয়ে দুমড়ে মুচড়ে গেছে গাড়ি, মৃত ২
ওভারটেক করতে গিয়ে দুমড়ে মুচড়ে গেছে গাড়ি, মৃত ২

রিয়াজ উদ্দিন: বাঁকুড়ার জয়পুরের জঙ্গলে দুধের গাড়ির সঙ্গে স্করপিও গাড়ির ভয়াবহ দুর্ঘটনায় ২ মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫জন। জয়পুর থানার জয়পুর শুকনো পুকুরের কাছে এ ঘটনা ঘটে।

দুই মহিলাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, দুটি গাড়িই বিষ্ণুপুরের দিকে থেকে জয়পুরের দিকে আসছিল। সামনে আমূল দুধের গাড়িটি ছিল। আচমকাই পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিও গাড়িটি দুধের গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে দুই মহিলার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের উদ্ধার করে।

স্থানীয়রা বলেন, সামনের দিকে লরিটি ছিল। পেছনে ছিল স্করপিও গাড়িটি। গাড়িটি ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। সেথানে দুজনের মৃত্যু হয়।  তারাপদ গড়াই নামে অপর এক বাসিন্দা বলেন, ভয়াবহ দুর্ঘটনা। দুধের গাড়ির পেছনে এসে মেরে দিয়েছে অপর গাড়িটি।

দুর্ঘটনার পরে ট্রাকটি গিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এদিকে ওই দুই মহিলার মাথা ফেটে যায়। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে তাদের। পুলিশ লাশ দুটিকে উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাদা রঙের স্করপিও গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে। ভেতরে থাকা গাড়ির আরোহীদের অবস্থাও আশঙ্কাজনক।

মতিহার বার্তা / এম আর টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply