শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
রাজশাহী মহানগরীতে চুরির মালামাল উদ্ধার, গ্রেফতার-২ চোর

রাজশাহী মহানগরীতে চুরির মালামাল উদ্ধার, গ্রেফতার-২ চোর

রাজশাহী মহানগরীতে চুরির মালামাল উদ্ধার, গ্রেফতার-২ চোর
রাজশাহী মহানগরীতে চুরির মালামাল উদ্ধার, গ্রেফতার-২ চোর

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৩জন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী সোমবার দুপুর সোয়া ১২টায় মহানগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের একটি ভাংড়ির দোকান থেকে চুরির মালামাল উদ্ধার করা হয়।

এ ব্যপারে ভুক্তভোগী কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলো: মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকার মোঃ সাবুর ছেলে মোঃ শিমুল (২৫)। সে বর্তমানে বোয়ালিয়া থানাধিন কয়েরদারা এলাকার বাসিন্দা, মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মৃত লাট্টু অরফে আজাহার হোসেন লাটুর ছেলে মোঃ নাইম (২৫) ও  চোরাই মালামাল ক্রয়কারী বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনী এলাকার মৃত লুৎফর শেখের ছেলে মোঃ রাজ্জাক (৪২)।

এ তথ্য নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি), এসএম মাসুদ পারভেজ। তিনি জানান, রোববার (৫ জুন) কাশিয়াডাঙ্গা থানার নগরপাড়া চালকীপাড়া মোড়ে মোঃ সুরুজ আলী নামের এক ব্যক্তির গ্যারেজ থেকে লোহার প্লেন শীট চুরি করে পালানোর সময় স্থানীয়রা ১জন চোরকে আটক করে। তবে অপর ১জন চোর পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদ আটক চোর জানায়, তার সহযোগী পলাতক চোরের নাম মোঃ শিমুল। তারা দু’জন মিলে গ্যারেজের লোহার প্লেন শীট চুরি করার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আরো স্বীকার করে ৪ (জুন) দুপুরে সে ও তার সহযোগী মিলে মোটরগাড়ীর গ্যারেজ থেকে নদীর মাটি খননকরা ড্রেজারের অ্যামপুলার চুরি করে মালদা কলোনীতে একটি ভাংড়ি দোকানে বিক্রয় করেছে। যাহার মূল্য ৩০ হাজার টাকা।

এরপর ২নং আসামী মোঃ নাইমকে গ্রেফতার করে নারী এসআই মোসাঃ মৌসুমী সুলতানা ও সঙ্গীয় ফোর্স। পরে গ্রেফতার দুই চোরের দেয়া তথ্য অনুযায়ী চোরাই মালামাল ক্রয়কারী ৩নং আসামী মোঃ রাজ্জাককে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে চোরাই মালামাল ক্রয় করার কথা স্বীকার করে এবং সে ক্রয়কৃত চুরির মাল মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের ভাংড়ি ব্যবসায়ী মোঃ আরব আলীর দোকানে বিক্রি করেছে বলে জানায়।

এরপর ২ চোর ও চুরির মাল ক্রয়কারীকে নিয়ে সোমবার দুপুর সোয়া ১২টায় মহানগরীর চন্দ্রিমা থানাধীন মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের ভাংড়ি ব্যবসায়ী মোঃ আরব আলীর গোডাউন অভিযান চালিয়ে গ্যারেজ থেকে চুরি করা চোরাই মালামাল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

ওসি আরও বলেন, এ ব্যপারে গ্রেফতারকৃত ২চোরের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও চোরাই মাল কেনার অপরাধে দোকানদারের নামে মামলা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply