শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
অল্প কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছেন? কোন রোগের উপসর্গ

অল্প কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছেন? কোন রোগের উপসর্গ

অল্প কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছেন? কোন রোগের উপসর্গ
অল্প কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছেন? কোন রোগের উপসর্গ

মিজানুর রহমান টনি: সময় মতো খাওয়াদাওয়ার পরেও ক্লান্ত লাগে অনেক সময়। কী কারণে হয় এমন?

সারা ক্ষণ চনমনে থাকতে পুষ্টিবিদরা স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু অনেক সময়ে সে সব খাবার খাওয়ার পরেও সারা দিন ক্লান্ত লাগে।

সময় মতো পর্যাপ্ত খাওয়ার পরেও কেন ক্লান্তি আসে, তা অনেকের কাছেই পরিষ্কার নয়। পুষ্টিবিদরা বলছেন, এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে, শারীরিক অন্য কোনও অসুস্থতা থাকলে, খাবার ঠিক মতো হজম না হলে, অসময়ে খাবার খেলেও ক্লান্ত লাগতে পারে।

আবার কাজের চাপ বেশি থাকলেও অনেক সময়ে ক্লান্তি ঘিরে ধরে। এই সম্ভাব্য কারণগুলি ছাড়াও চিকিৎসকরা বলছেন, সারা দিন ক্লান্ত লাগার অন্যতম একটি কারণ হল ভিটামিন বি১২-এর অভাব। পরিসংখ্যান বলছে এই ভিটামিনের অভাবে ভোগেন প্রায় ৪৭ শতাংশ মানুষ।

সুস্থ-সচল থাকতে বিভিন্ন ভিটামিনের প্রয়োজন আছে। ভিটামিন শরীরের অন্দরেই তৈরি হয়। আবার প্রতি দিন যা খাবার খাওয়া হয় সেখান থেকেও ভিটামিন পাওয়া যায়। তবে ভিটামিন বি১২ শরীরে তৈরি হয় না। খাবার থেকেই পাওয়া যায়।

ভিটামিন বি১২ শরীরের অত্যন্ত উপকারী একটি উপাদান। এই ভিটামিনের ঘাটতি হলে শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা, খিদে কম পাওয়ার মতো উপসর্গ দেখা যায়। এমনকি, রক্তশূন্যতাও দেখা দিতে পারে। রক্তশূন্য হলে স্বাভাবিক ভাবেই মানুষ দুর্বল হয়ে পড়ে।

অল্প কাজ করলেই হাঁপিয়ে ওঠে। বুক ধড়ফড় করে। ভিটামিন বি১২-এর ঘাটতি স্নায়ুর সমস্যারও কারণ হতে পারে। এই কারণগুলির জন্যেই মূলত সারা দিন ক্লান্ত লাগতে পারে। তবে ভিটামিন বি১২ সমৃদ্ধ খাবার বেশি করে খেলে এই ভিটামিনের ঘাটতি কমানো যেতে পারে।

কোন কোন খাবারে মেলে ভিটামিন বি১২?

নিরামিষ খাবারে এই ভিটামিনের পরিমাণ কিছুটা কম থাকে। বরং প্রাণিজ খাবারে ভিটামিন বি১২ পর্যাপ্ত পরিমাণে থাকে।

দই, দুধ, ডিম, মাশরুম, বিভিন্ন ধরনের মাংস, মেটে, সামুদ্রিক মাছে এই ভিটামিন বেশি করে থাকে। নিয়ম করে এই ধরনের খাবার খেতে পারেন।

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply