শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
স্পেনের গ্রামপ্রেমী এক শিক্ষকের কথা

স্পেনের গ্রামপ্রেমী এক শিক্ষকের কথা

স্পেনের গ্রামপ্রেমী এক শিক্ষকের কথা
স্পেনের গ্রামপ্রেমী এক শিক্ষকের কথা

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় সব দেশেই রুটিরুজির তাগিদে মানুষ শহরে ভিড় করছেন ৷ গ্রামের পৈতৃক ভিটে অবহেলিত থেকে যাচ্ছে৷ স্পেনের এক শিক্ষক নিজের লুপ্তপ্রায় গ্রামকে আবার চাঙ্গা করে তুলতে আন্তরিক উদ্যোগ নিচ্ছেন৷প্রায় সব দেশেই রুটিরুজির তাগিদে মানুষ শহরে ভিড় করছেন৷ গ্রামের পৈতৃক ভিটে অবহেলিত থেকে যাচ্ছে৷ স্পেনের এক শিক্ষক নিজের লুপ্তপ্রায় গ্রামকে আবার চাঙ্গা করে তুলতে আন্তরিক উদ্যোগ নিচ্ছেন৷

স্পেনের উত্তরে বিলবাও শহরের প্রায় একশ কিলোমিটার দূরে ছবির মতো সুন্দর এক গ্রাম পুয়েন্তেদেই৷ সেখানেই ইভান আলোনসোর বাসা৷ ২৮ বছর বয়সি এই শিক্ষক কর্মসূত্রে আর সেখানে না থাকলেও নিয়মিত ফিরে আসেন৷ গ্রামের প্রতি টান সম্পর্কে তিনি বলেন, ‘‘আমার কাছে পুয়েন্তেদেই অনেক কিছু৷ আসলে সবটাই৷ আমার বাবা-মা এই গ্রামে জন্মেছেন, আমিও জন্মেছি৷

প্রত্যেক সপ্তাহান্তে এখানে আসি৷ প্রাণের টান খুবই বেশি এবং এমনটাই থাকবে৷”স্পেনের সবচেয়ে সুন্দর গ্রামগুলির তালিকায় পুয়েন্তেদেইয়ের নাম সবে অন্তর্গত হয়েছে৷ কিন্তু দ্বাদশ শতাব্দীর এই গ্রামের ভবিষ্যৎ নিয়ে ইভান আলোনসোর মনে দুশ্চিন্তা রয়েছে৷ সৌন্দর্য ও বিশেষ ঐতিহাসিক দ্রষ্টব্য সত্ত্বেও গ্রামটি ধীরে ধীরে বিলুপ্তির পথে চলেছে৷ জনসংখ্যা ৫০-এরও কম হয়ে দাঁড়িয়েছে ৷

ইভান আলোনসো জানান, ‘‘গত ৩০ বছরে গ্রামে বিশাল পরিবর্তন হয়েছে৷ আগে গ্রীষ্মে গ্রাম ভরে যেত৷ প্রতি সপ্তাহান্তে অনেক বন্ধু নিয়ে আমরা এখানে আসতাম৷ এখন অনেক কম লোক আসে৷ তবে পর্যটকদের কল্যাণে গ্রামে আবার জনসমাগম হচ্ছে৷”অনুরাগীর সংখ্যা আরও বাড়লে গ্রামের উপকার হবে৷ বহু বছর ধরে সেখানে কোনো স্কুল নেই৷ কোনো কমবয়সি পরিবারও সেখানে থাকে না৷ ইভান স্থানীয় গির্জার ঘণ্টা বাদক আন্তোনিয়ো সাইস-এর সঙ্গে দেখা করছেন৷ ৮১ বছর বয়সি এই মানুষটি আজীবন পুয়েন্তেদেই গ্রামেই বাস করেছেন ৷

স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘‘আগের সঙ্গে আজকের এই গ্রামের কোনো মিল নেই৷ আগে এখানে চাষবাস, পশুপালন হতো৷ কিন্তু গত শতাব্দীর ষাট ও সত্তরের দশকে পরিস্থিতি বদলে গেলো৷ তখন চাষবাসের গুরুত্ব কমে গেল৷ এমন অবহেলার ফলে মানুষ শিল্পক্ষেত্রে কাজের সন্ধান করতে লাগলো৷ অবশ্যই বিলবাও শহরে অনেক বেশি শিল্প রয়েছে৷”পুয়েন্তেদেই গ্রামটিকে আবার তরুণ প্রজন্মের জন্য আকর্ষণীয় করে তুলতে ইভান আলোনসো অন্যদের সঙ্গে মিলে গ্রীষ্মে ‘লা কুকানিয়া’ নামের এক উৎসব আয়োজন করেন ৷

তিনি বলেন, ‘‘অংশগ্রহণকারীরা গ্রাম ও বাইরে থেকে আসেন৷ এই খেলায় পাঁচ-ছয় মিটার উঁচু থাম থেকে একটি পতাকা ধরার চেষ্টা করতে হয়৷ সমস্যা হলো, সেই থামে তেল মাখানো থাকে৷ ফলে না পিছলে পতাকা ধরতে হলে খুব সাবধান থাকতে হয়৷”ইভান আলোনসো নিজের গ্রাম সম্পর্কে এখনো আশা ছাড়েন নি৷ নতুন স্বীকৃতিও গ্রামের বিকাশে বাড়তি সুযোগ বয়ে আনবে বলে আশা করা হচ্ছে৷ তিনি মনে করেন, ‘‘বর্তমানে ৫০ জন মানুষ থাকলেও পুয়েন্তেদেই নিশ্চিহ্ন হয়ে যাবে না বলে আমার আশা৷ তাদের মধ্যে আমিও কিন্তু আছি৷ সারা বছর এখানে না থাকলেও গ্রামে আমার নাম নথিভুক্ত রয়েছে৷ আমার ধারণা, গ্রাম মোটেই নিশ্চিহ্ন হয়ে যাবে না কারণ শুধু সৌন্দর্য্য নয়, পুয়েন্তেদেইয়ে অনেক মানুষের শিকড় রয়েছে৷ তাঁরাও গ্রামের মৃত্যু চান না৷”লুপ্তপ্রায় এই সুন্দর গ্রামটি শুধু পর্যটকদের জন্যই আকর্ষণীয় হয়ে থাকতে চায় না ৷ ডিয়ানা পিনিয়েরোস/এসবি

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply