শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
ধর্মসহিষ্ণুতার বার্তা দিতে আনন্দবাজার অনলাইনে ‘বিসমিল্লা’! সঙ্গী রাধা আর মীরা

ধর্মসহিষ্ণুতার বার্তা দিতে আনন্দবাজার অনলাইনে ‘বিসমিল্লা’! সঙ্গী রাধা আর মীরা

ধর্মসহিষ্ণুতার বার্তা দিতে আনন্দবাজার অনলাইনে ‘বিসমিল্লা’! সঙ্গী রাধা আর মীরা
আনন্দবাজার অনলাইনে পাতায় প্রথম প্রকাশ্যে ‘বিসমিল্লা’র পোস্টার

অনলাইন ডেস্ক: কিছু শুভ, তা-ই ‘বিসমিল্লা’! দেশের শুভ হোক। দশের মঙ্গল হোক। এই কামনা নিয়ে আনন্দবাজার অনলাইনের পাতায় ইন্দ্রদীপের দ্বিতীয় ‘সন্তান’।

‘বিসমিল্লা’! না, সানাইবাদকের জীবনী-ছবি নয়। বরং ফারসি শব্দের গন্ধমাখানো আনকোরা এক বাংলা ছবি। যেখানে সুর, গান, প্রেম তো আছেই, আর আছে সব ধর্মের প্রতি সম্মানের গল্প। যা ভারতের গর্ব। এবং ইদানীং যার অভাবে দেশের বিড়ম্বনার অন্ত নেই! তাকেই দ্বিতীয় ছবিতে তুলে ধরতে চলেছেন পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত।

ইন্দ্রদীপের ছবির তুরুপের তাস শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। তিন জনকে ঘিরে এক ঝাঁক তারার দ্যুতি। রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, স্নেহা চট্টোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত প্রমুখ। প্রযোজনায় সমীরণ দাস। ছবিটি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু দর্শকমহলে। তাকেই আরও উস্কে দিতে আনন্দবাজার অনলাইনে পাতায় প্রথম প্রকাশ্যে ‘বিসমিল্লা’র পোস্টার।

ছবিতে গান আছে। সানাই-বাঁশির সুর আছে। অথচ খ্যাতনামী সানাইবাদক বিসমিল্লা খান কোথাও নেই। তবুও ছবির এই নাম? আনন্দবাজার অনলাইনের প্রশ্ন ছিল পরিচালকের কাছে। ইন্দ্রদীপের কথায়, ‘‘ফারসিতে ‘বিসমিল্লা’ শব্দের আরও একটি অর্থ আছে। ঈশ্বরের নামে যা কিছু শুভ। আমার ছবিও যেন সমাজে, দেশবাসীর মনে শুভ চিন্তা ছড়িয়ে দিতে পারে। পরিচালক হিসেবে এটাই কামনা। ছবির নাম সেই ইচ্ছে বহন করছে।’’ শুভশ্রী-ঋদ্ধি-সুরঙ্গনাকে নিয়ে তৃপ্ত? এ বার পরিচালকের যুক্তি, ইন্দ্রদীপ নিজে অভিনয় করতে পারেন না। কোনটা চাইছেন, সেটা অভিনেতাদের সামনে তুলে ধতে পারেন। শ্যুটের শুরু থেকে শেষ পর্যন্ত সেটাই করেছেন। বাকি দায় অভিনেতাদের।

মতিহার বার্তা / এ এম

খবরটি শেয়ার করুন..

Leave a Reply