শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র দখল রাশিয়ার

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র দখল রাশিয়ার

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র দখল রাশিয়ার
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র দখল রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রাশিয়া। পূর্ব ইউক্রেনের দোনেৎস্কে ভুগলেগিরস্ক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এরপর দক্ষিণের অন্তত তিনটি অঞ্চলে ফের সেনা মোতায়েন করেছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ান।

বুধবার (২৭ জুলাই) রুশপন্থি স্বাধীনতাকামী সেনারা জানিয়েছেন, তারা সোভিয়েত আমলে নির্মিত কয়লাচালিত একটি বিদ্যুৎকেন্দ্র দখল করেছেন। এরপর ইউক্রেনের কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেন।

তবে একে মস্কোর ‘ক্ষুদ্র কৌশলগত অগ্রগতি’ বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি অ্যারিস্তোভিচ। অন্যদিকে এটি ইউক্রেনে তিন সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে রাশিয়ার প্রথম উল্লেখযোগ্য সাফল্য বলে বর্ণনা করেছে রয়টার্স।

এদিকে রাশিয়া দক্ষিণাঞ্চলের মেলিতোপোল, জাপোরিজঝা ও খেরসন অঞ্চলে ফের সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছেন ওলেক্সি অ্যারিস্তোভিচ।

তবে এবারের সেনা মোতায়েন আক্রমণাত্মক নয়, প্রতিরক্ষামূলক মনে হচ্ছে বলে জানান তিনি। ইউক্রেন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তারা খেরসন পুনরুদ্ধার করতে চায়। যুদ্ধের প্রথমদিকেই রুশ বাহিনীর হাতে দক্ষিণাঞ্চলীয় এই শহরটির পতন হয়েছিল।

এর আগে এক টুইটবার্তায় ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের মহাসচিব ওলেক্সি দানিলভ জানিয়েছেন, রাশিয়া খেরসনের দিকে যাওয়ার পথগুলোতে ‘সর্বোচ্চসংখ্যক সেনা’ জমায়েত করেছে।

এদিকে দক্ষিণাঞ্চলে থাকা ইউক্রেনের বাহিনীগুলো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা শত্রুপক্ষের ৬৬ সেনাকে হত্যা করেছে এবং তিনটি ট্যাঙ্ক ও দুটি অস্ত্রের মজুত ধ্বংস করেছে। রাশিয়ার বাহিনীগুলো মাইকোলাইভ শহরে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে বলেও জানায় তারা।

অন্য এক খবরে বলা হয়েছে, ইউক্রেনের সেনারা খেরসনের নিপ্রো নদীর গুরুত্বপূর্ণ একটি সেতু উড়িয়ে দিয়েছে। খেরসন দখলের পর থেকে সেতুটি রুশ সেনারা ব্যবহার করছিল। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, সেনাদের নদী পার করাতে তারা এখন পন্টুন সেতু ও ফেরি ব্যবহার করবে।

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply