শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
রাজশাহীতে জমে উঠেছে পাটের বাজার, দাম পেয়ে খুশি চাষীরা

রাজশাহীতে জমে উঠেছে পাটের বাজার, দাম পেয়ে খুশি চাষীরা

রাজশাহীতে জমে উঠেছে পাটের বাজার, দাম পেয়ে খুশি চাষীরা
রাজশাহীতে জমে উঠেছে পাটের বাজার, দাম পেয়ে খুশি চাষীরা

মঈন উদ্দীন: চলতি মওসুমে পাটগাছ জাগ দিতে গিয়ে পানি সংকটে পরলেও পাটের দাম ভালো পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। রাজশাহীর সর্ববৃহৎ পাটের হাট নওহাটা বাজারে সোমবার গিয়ে দেখা যায় প্রতিমণ পাট বিক্রি হয়েছে ২৬’শ থেকে ৩২’শ টাকা দরে। মণপ্রতি পাট বিক্রি করে ১ হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত লাভ করছেন বলে জানিয়েছেন চাষীরা। ভালো দাম থাকলে সোনালি আঁশ পাটের সুদিন আবারও ফিরে আসবে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।

রাজশাহী পাট অধিদফতর জানিয়েছে, রাজশাহী জেলায় চলতি মৌসুমে ১৯ হাজার ২০৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ১৪ হাজার হেক্টও জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ হয়েছে এবার। উৎপাদিত পাটের প্রায় ৩৪ শতাংশ কৃষকরা বাজারজাত করেছেন। বাকি পাট সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ বাজারজাত হয়ে যাবে।

পবা উপজেলার পাটচাষি শরিফুল ইসলাম জানান, অনাবৃষ্টির কারণে ফলন কম হলেও এই মৌসুমে তিন বিঘা জমি থেকে ২৭ মণ পাট পেয়েছেন। বৃহস্পতিবার নওহাটা হাটে প্রতি মণ পাট ২৯’শ টাকা দরে বিক্রি করেছেন। ২৭ মণ পাটে সব খরচ বাদে তিনি ৪০ হাজার টাকা লাভ করেছেন।

নওহাটা এলাকার এক পাট ব্যবসায়ী রাশেদুল ইসলাম সুমন জানান, বাজারে নতুন পাট উঠতে শুরু করেছে। দামও বেশ ভালো। গতবারের চেয়ে মণে প্রায় হাজার টাকার বেশি দরে বিক্রি হচ্ছে পাট। গত হাটে ২০ মণ পাট কিনেছি। পাটের প্রকারভেদে ২৬’শ থেকে ৩২’শ টাকা মণ দরে কিনেছি। কৃষকরা বাড়তি এ দাম পেয়ে খুশি।

রাজশাহী পাট অধিদফতরের মুখ্য পরিদর্শক মো. নাদিম আক্তার নওহাটা পাটের বাজার পরিদর্শন শেষে জানান, বাংলাদেশের সোনালি আঁশ পাটের ‘সোনালি দিন’ ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এখন পর্যন্ত বাজারে পাটের দাম ভালো রয়েছে। মৌসুমের শুরুতে নওহাটা বাজারে প্রতি মণ পাট ২৮ ‘শ থেকে ৩২’শ টাকা দরে বিক্রি হয়েছে। গত সপ্তাহে নওহাটা হাটে পাটের গুণগতমান অনুযায়ী প্রতি মণ পাট ২৬’শ থেকে ৩২’শ টাকা দরে বিক্রি হয়েছে। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টিপাত কম হয়েছে। পানির অভাবে পাট জাগ দিতে কৃষককের সমস্যা হলেও মধ্য শ্রাবণের বৃষ্টিতে এই সমস্যার স্থায়ী সমাধান হয়েছে।

 

মতিহার বার্তা /এএম

খবরটি শেয়ার করুন..

Leave a Reply