শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
ত্বক ফর্সা করবে ও ব্লাকহেডস দূর করবে কফি!

ত্বক ফর্সা করবে ও ব্লাকহেডস দূর করবে কফি!

ত্বক ফর্সা করবে ও ব্লাকহেডস দূর করবে কফি!
ফাইল ফটো

ফারহানা জেরিন: নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ত্বকে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। পাশাপাশি ত্বকে জমে থাকা মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর করতেও সক্ষম এটি।

ত্বকের ময়শ্চারাইজার হিসেবে: ১/৪ চা চামচ কফির সঙ্গে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। মিশ্রণটির মুখ ও গলার ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। ৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।

ঠোঁটের যত্নে: ১ চা চামচ কফির গুঁড়ার সঙ্গে সমপরিমাণ নারিকেলের তেল ও মধু মিশিয়ে নিন। অল্প দারচিনির গুঁড়া মেশান। মিশ্রণটি থেকে খানিকটা নিয়ে আঙ্গুলের সাহায্যে ঠোঁটে ম্যাসাজ করুন কয়েক মিনিট এরপর ধুয়ে ফেলুন। ঠোট হবে নরম ও মসৃণ।

চোখের নিচের বলিরেখা দূর করতে: ১ চা চামচ কফির গুঁড়া, কোয়ার্টার চা চামচ কোকোনাট সুগার, ১ চা চামচ লেবুর রস ও অল্প অলিভ অয়েল মিশিয়ে নিন একসঙ্গে। মিশ্রণটি ত্বকের নিচের অংশ কিছুক্ষণ ঘষে ঘষে লাগান। পানি দিয়ে ধুয়ে ফেলুন। বলি রেখা পড়বে না ত্বকে‌।

ব্ল্যাক হেডস দূর করতে: আধা চা চামচ কফি পাউডার, ১ চা চামচ চিনির গুঁড়া ও ১ চা চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর শুকিয়ে গেলে সামান্য পানি ছিটিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন মিশ্রণটি। ত্বকে জমে থাকা চামড়া ও ব্ল্যাকহেডস দূর হবে।

ত্বক উজ্জ্বল করতে: পরিমাণ মতো কফির সঙ্গে হলুদ গুঁড়া ও টক দই মিশিয়ে প্যাক নিন। ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে দিয়ে ফেলুন। চমৎকার উজ্জ্বলতা আসবে নিয়মিত একটি ব্যবহার করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply