রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বিভাগ সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোররাতে সিরাজগঞ্জে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি ।
ওই শিক্ষার্থীর নাম প্রিয়াঙ্কা সাহা। তিনি ২০১৬-১৭ সেশনে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে মাস্টার্স পাশ করেন তিনি ।
বিভাগের সহকারি অধ্যাপক কাজী সুশমিন আফসানা বলেন, মেয়েটা হাসি খুশি ছিলো। কোনোদিন কারও সাথে শক্ত করে কথা বলতে শুনিনি। সম্প্রতি একটি স্কুলে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলো শুনেছি।কেন আত্মহত্যার পথ বেছে নিলো জানিনা। মানতেই কষ্ট হচ্ছে।
এদিকে বিভাগ সূত্রে জানা যায় গতদিন জন্মদিবস ছিলো প্রিয়াঙ্কা সাহার। এর বাইরে আর কেউ জানাতে পারেনি।
মতিহার বার্তা ডট কম ২৩ এপ্রিল ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.