চট্টগ্রাম কোটি টাকা মূল্যের বন্যহাতির দাঁত ও হরিণের চামড়াসহ গ্রেফতার ১

চট্টগ্রাম কোটি টাকা মূল্যের বন্যহাতির দাঁত ও হরিণের চামড়াসহ গ্রেফতার ১

চট্টগ্রাম কোটি টাকা মূল্যের বন্যহাতির দাঁত ও হরিণের চামড়াসহ গ্রেফতার ১
চট্টগ্রাম কোটি টাকা মূল্যের বন্যহাতির দাঁত ও হরিণের চামড়াসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য ১৪ কেজি বন্যহাতির দাঁত ও হরিণের চামড়াসহ পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামী মোঃ আব্দুল মালেক (৬৮) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন দীতেশ্বর এলাকার মৃত হাজী আব্দুল আলী’র ছেলে।

এসময় তার কাছে থেকে ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ০৪ টি হাতির দাঁত, ছোট বড় ও মাঝারী আকারের ২০টি হাতির দাঁতের খন্ডাংশ (মোট ১৪ কেজি) এবং ১টি হরিণের চামড়া উদ্ধার করা হয়।

শনিবার (২৭ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিসিয়ার সহকারী পরিচালক (মূখ্যপাত্র) মো: নূরুল আবছার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তি র‌্যাব জানতে পারে যে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকার একটি বাড়ীর ৩য় তলার একটি রুমে বন্য প্রাণী নিধনকৃত হাতির দাঁত ও হরিণের চামড়া সংগ্রহে রেখে বিক্রয় করার চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল হতে পারমিট ব্যতিত বন্যপ্রানী (হাতির দাঁত ও হরিণের চামড়া) বিভিন্ন অংশ বিশেষ সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে উচ্চ মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply