শিরোনাম :
সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে দূস্কৃতিকারীদের ককটেল হামলা ও সিটি ক্যামেরা ভাংচুর নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব
রাজশাহীতে পুলিশ কমিশনারের সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়

রাজশাহীতে পুলিশ কমিশনারের সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আরএমপি পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা ৩ টার দিকে পুলিশ কমিশনারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী মহানগর এলাকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সকল ধর্মীয় অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানের জন্য তারা বলেন রাজশাহী মহানগর সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এর অন্যতম কারণ বিভিন্ন সংগঠন ও পুলিশ প্রশাসনের মধ্যে সহযোগিতা ও যোগাযোগ।

বর্তমানে পঞ্চবটি শশ্মানঘাট সংলগ্ন এলাকায় মাদক সেবনের উপদ্রব নিরসনে তারা পুলিশের আরো কঠোর পদক্ষেপ নেয়ার দাবী জানান। শেষে পুলিশ কমিশনার বলেন, ধর্ম যার যার উৎসব সবার, এই মূলমন্ত্রে বিশ্বাসী হয়ে বাংলাদেশের শান্তি প্রিয় জনগণ।

এই শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য পারস্পারিক শ্রদ্ধা, সমঝোতা ও সহনশীলতার বিকল্প নেই। তিনি বলেন, মাদক সমস্যার বিষয়টি দ্রুতই সমাধান করা হবে।

এ ব্যাপারে পুলিশের অভিযান চলমান আাছে। পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে পাশাপাশি ধর্মীয় নেতৃবৃন্দকেও নিরাপত্তার ব্যপারে সচেতন হতে হবে। সে জন্য ধর্মীয় স্থাপনাগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা এবং পুলিশের নিরাপত্তা সংক্রান্ত সকল নিদের্শনা মেনে চলতে হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কখনই গুজবে কান দেয়া যাবে না। এসময় পুলিশ কমিশনার নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

মতিহার বার্তা ডট কম  ০৫  মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply