শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
পুলিশ হেডকোয়ার্টার লক্ষ্য করে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, আহত ২০

পুলিশ হেডকোয়ার্টার লক্ষ্য করে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : স্বস্তিতে নেই আফগানিস্তান৷ একের পর এক বিস্ফোরণ প্রায় প্রতিদিনই ক্ষয়ক্ষতির মুখে পড়ছে এই রাষ্ট্র৷ রবিবার কাবুলের পুলিশের সদর দফতরের সামনে তালিবান আত্মঘাতী জঙ্গি নিজেকে উড়িয়ে দেয়৷ বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সে একেবারে থানার সামনে চলে আসে বলে জানা যায়।

আফগানিস্তানের উত্তর প্রান্তের শহর পুল এ খুমরিতে এই বিস্ফোরণ হয়৷ ঘটনাস্থলেই আহত হন ২০ জন৷ বিস্ফোরণের পরেই বেশ কয়েকজন তালিবান সশস্ত্র জঙ্গি পুলিশ হেডকোয়ার্টারে ঢুকে পড়ে গুলি চালাতে শুরু করে৷ পরে বিশাল পুলিশ বাহিনী গুলির লড়াই শুরু করলে তারা পালিয়ে যায়৷ আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

বাঘলান প্রদেশের সদস্য আসাদুল্লাহ শাহবাজ জানিয়েছেন, গোটা ঘটনার দায় স্বীকার করেছে তালিবানরা৷ আফগান সেনাও গুলির লড়াইয়ে সামিল হয়৷ জনা কয়েক তালিবান জঙ্গিকে আটক করতে সক্ষম হলেও, বেশিরভাগই পালিয়ে যায় বলে জানা গিয়েছে৷

এদিকে, মার্চ মাসেই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী৷ কাবুলে রাজনৈতিক স্মরণসভা চলাকালীন জোরালো বিস্ফোরণ হয়৷ কমপক্ষে ১৪ জন আহত হন৷ আহতের মধ্যে ছিলেন আবদুল লতিফ পেডরাম৷ যিনি আফগানিস্তানের প্রেসিডেন্ট পদপ্রার্থী৷ তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷

টোলো নিউজ জানায়, হেজব-ই-ওয়াদাত দলের নেতা আবদুল আলি মাজারির ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দলের নেতারা জড়ো হন৷ উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা যথা আবদুল্লা আবদুল্লা, প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই, প্রাক্তন এনএসএ হানিফ আতমার, ভাইস প্রেসিডেন্ট ইয়নুস কানুনি, ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী শালহদুদ্দিন রব্বানি প্রমুখ৷ এদের মধ্যে কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি৷ ১৯৯৫ সালে তালিবানের হাতে মৃত্যু হয় মাজারির৷ প্রতিবছর এই দিনটিতে স্মরণসভার আয়োজন করা হয়৷

তারও আগে, আফগানিস্থানের জালালাবাদ বিমানবন্দরের কাছে একটি নির্মাণ সংস্থায় বন্দুকবাজের হানায় একাধিক জনের মৃত্যু হয়৷ ননগড়হর প্রদেশের মুখপাত্র জানান, হামলাকারীরা পাঁচজন ছিল৷ তাদের মধ্যে দু’জন বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয়৷ তাদের সঙ্গে ১৬ জনের মৃত্যু হয়৷ আহত হয় ৯ জন৷ এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী৷ শুরু হয় গুলির লড়াই৷ সাড়ে পাঁচ ঘণ্টার গুলির লড়াই চলার পর তিন হামলাকারীকে খতম করে নিরাপত্তা বাহিনী৷

মতিহার বার্তা ডট কম  ০৫  মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply