রাতের অতিথী- আবুল খাঁন
গভির রাতে প্রদিপ হাতে
আমার আঙ্গিনায়
কেগো তুমি দাঁড়িয়ে আছো
পাগলিনী প্রায়
অঙ্গে তোমার শুভ্র বসন
আলু আলু কেশ
অধরেতে হাসির রেখা
দুচোখ অনিমেশ
কর্নে তোমার ঝুমকা দোলে
পায়ে বাজে মল
অঙ্গ জুড়ে বলছে যেন
রুপের দাবালন
কেবা তোমার মাতা পিতা
কিবা তোমার নাম
কোন গায়েতে থাকো তুমি
কোথায় তোমার ধাম ?
একা দাসির আদখানা চাঁদ
দুর আকাশে ভাসে
এমর মানে দুরে কেন
এসো আমার পাশে
তোমার রুপের দাবানলে
মনটা গেছে পুড়ে
আমার মনের বিনা এখন
বাজে তোমার সুরে।
মতিহার বার্তা ডট কম – ২৭ মে ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.