শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
ছেলের ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত

ছেলের ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত

মতিহার বার্তা ডেস্ক : বগুড়ার নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় বাবার ছুরিকাঘাতে আহত হয়েছেন ঘাতক ছেলে রনি আহম্মেদ (২৮)। নিহত আনোয়ার হোসেন পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। টাকা পয়সার হিসাব-নিকাশ নিয়ে বাবা-ছেলের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে আনোয়ার হোসেন তার ছেলে রনিকে হিউম্যান হলার (চার চাকার যানবাহন লেগুনা) কিনে দেন। রনি নিজেই হিউম্যান হলার চালাতেন। বেশ কয়েক মাস যাবৎ রনি গাড়ির আয় ব্যয়ের কোনো টাকা তার বাবাকে দেয়নি। এমনকি লাভ-লোকসানের বিষয়েও বাবাকে কিছু জানায়নি। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বিরোধ চলছিল গত কয়েকদিন ধরে।

বৃহস্পতিবার টাকার হিসাব নিয়ে বাড়িতে বাবা-ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ছেলে রনি তার বাবা আনোয়ার হোসেনের পেটে ছুরিকাঘাত করে। ছুরিকাহত অবস্থায় আনোয়ার হোসেন ছুরি কেড়ে নিয়ে ছেলে রনিকে আঘাত করেন। ছেলে আবারও ওই ছুরি কেড়ে নিয়ে বাবার পেটে উপর্যুপরি আঘাত করে। প্রতিবেশীরা জানতে পেরে বাবা ও ছেলেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে বাবা আনোয়ার হোসেন মারা যান। ছেলে রনির অবস্থাও আশঙ্কজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছেন। তবে কী কারণে খুনের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। সুত্র:জাগো নিউজ

মতিহার বার্তা ডট কম  ৩০ মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply