শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরুতে ব্যাটিং পাকিস্তানের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরুতে ব্যাটিং পাকিস্তানের

ক্রীড়া ডেক্স: চলতি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ এমন দু’টি দল সম্মুখ সমরে নামছে, যাদের নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়৷ ওয়ান ডে ক্রিকেটে যাদের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে৷ তবে নিজেদের দিনে যে কোনও প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার ক্ষমতা দু’দলেরই আছে৷ উল্লেখযোগ্য বিষয় হল, দু’দলই এর আগে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে৷

ট্রেন্ট ব্রিজে অতীতের দুই বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি লড়াইয়ে টসভাগ্য সঙ্গ দেয় ওয়েস্ট ইন্ডিজকে৷ মেঘাচ্ছন্ন আবহাওয়ায় টসে জিতে ক্যারিবিয়ান দলনায়ক জেসন হোল্ডার প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানকে৷ পাক অধিনায়ক সরফরাজ আহমেদও জানান য, টসে জিতলে এমন পরিস্থিতিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতেন তিনি৷

ফর্ম্যাট যত ছোট হয়, ওয়েস্ট ইন্ডিজ তত ভয়ঙ্কর হয়ে দেখা দেয় প্রতিপক্ষের কাছে৷ দলে ধৈর্য্যশীল ক্রিকেটারের সংখ্যা যত কম, ধ্বংসাত্মক মেজাদের ক্রিকেটার কক বেশি৷ ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের মতো অভিজ্ঞ তারকাদের সঙ্গে শাই হোপ, সিমরন হেটমায়ার, নিকোলাস পুরানদের মতো তরুণতুর্কির মিশেল চলতি বিশ্বকাপে বাড়তি মাত্রা এনে দিচ্ছে৷

ব্যাটিং সহায়ক পিচ ও পরিবেশে বড় রানের ইনিংস গড়ার ক্ষমতা যে ওয়েস্ট ইন্ডিজের আছে, সেটার প্রমাণ তারা দিয়েছে প্রস্তুতি ম্যাচে৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে চারশো রানের গণ্ডি টপকে শাই হোপদের নজর এখন ইতিহাসের প্রথম দল হিসাবে ওয়ান ডে ক্রিকেটে পাঁচশো’র গণ্ডি টপকানোর দিকে৷

অন্যদিকে পাকিস্তান দলে প্রতিভার অভাব নেই৷ আন্ডারগড হয়েও ফেভারটের তকমা পাওয়া দলকে হারানোটা অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান৷ ২০১৭ সালে এই ইংল্যান্ডের মাটি থেকেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ফেরা পাকিস্তানকে নিয়ে সতর্ক বিশ্বকাপের বাকি দলগুলি৷

বিশ্বকাপ অভিযান শুরুতে স্বাভাবিকভাবেই দু’দলের কাউকে এগিয়ে রাখা সম্ভব নয়৷ প্রতিপক্ষ হিসাবে একে অপরকে সমীহ করা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে পূর্ণ শক্তির প্রথম একাদশ নিয়ে মাঠে নামছে৷ পাকিস্তান এই ম্যাচে দলে নিয়েছে দুই অভিজ্ঞ পেসার মহম্মদ আমের ও ওয়াহাব রিয়াজকে৷

পাকিস্তান দল: ইমাম-উল-হক, ফকর জামান, বাবর আজম, হ্যারিস সোহেল, সরফরাজ আহমেদ (ক্যাপ্টেন ও উইকেটকিপার), মহম্মদ হাফিজ, ইমদ ওয়াসিম, শাদব খান, মহম্মদ আমের, হাসান আলি ও ওয়াহাব রিয়াজ৷

ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রিস গেইল, শাই হোপ (উইকেটকিপার), ড্যারেন ব্র্যাভো, সিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার (ক্যাপ্টেন), কার্লোস ব্রাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কটরেল ও ওশান থমাস৷

মতিহার বার্তা ডট কম  ৩১ মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply