মতিহার বার্তা ডেস্ক : টাঙ্গাইলে স্যুটকেসের মধ্য থেকে মহর আলী (৪০) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মাথাহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধারের সময় তার দেহ পায়নি পুলিশ।
সোমবার (০৩ জুন) সকালে জেলার কাজীপুর মহিলা মাদ্রাসার পাশ থেকে স্যুটকেসের মধ্যে থেকে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল পুলিশ।
নিহত মহর আলী পৌর এলাকার ১১নং ওয়ার্ডের বেড়াবুচনা গ্রামের মৃত জামাল বেপারির ছেলে।
টাঙ্গাইল থানার ওসি সায়েদুর রহমান জানান, সকালে স্থানীয় লোকজন কাজীপুর মহিলা মাদ্রাসার পাশে একটি স্যুটকেস পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পরে পুলিশ গিয়ে স্যুটকেসের ভেতর থেকে মাথা ও পাবিহীন মরদেহটি উদ্ধার করে। মরদেহটি বেড়াবুচনা গ্রামের মহর আলীর বলে তার পরিবারের সদস্যরা শনাক্ত করেন।
মতিহার বার্তা ডট কম – ০৩ জুন- ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.